পার্থ দলের বিড়ম্বনা! মানিক-কেষ্টতে নরম সৌগত

পার্থ দলের বিড়ম্বনা! মানিক-কেষ্টতে নরম সৌগত

কলকাতা: দুর্নীতি ইস্যুতে তিনজনেই আপাতত জেলবন্দি। দলের অস্বস্তি যে তাঁরা বাড়িয়েছেন তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু খোদ তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় এমনটা মনে করছেন না। তাঁর নজরে দলের বিড়ম্বনার কারণ একমাত্র পার্থ চট্টোপাধ্যায়। মানিক ভট্টাচার্য এবং অনুব্রত মণ্ডলের ইস্যুতে তিনি একটু নরম সুর দিয়েছেন। কিন্তু কেন? তার ব্যাখ্যা অবশ্য দিয়েছেন সাংসদ নিজেই।

আরও পড়ুন- শিশু মৃত্যুর ঘটনার রেশ কাটেনি, আবার বোমা উদ্ধার ভাটপাড়ায়

সৌগত রায় জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে রাশি রাশি টাকা উদ্ধার হয়েছে। কিন্তু বাকি দুজনের থেকে হয়নি। সেই কারণে একমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের বিপক্ষেই দলকে পদক্ষেপ নিতে হয়েছে দ্রুত। মানিক এবং অনুব্রতর জন্য আপাতত অপেক্ষা করা হচ্ছে। সাংসদের কথায়, মানিক ও অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত নয়। শুধু অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে। এগুলো সবই প্রমাণসাপেক্ষ। তাদের ক্ষেত্রে দুর্নীতির কোনও নগ্ন নিদর্শন পাওয়া যায়নি। এমনই মন্তব্য সৌগত রায়ের। এক কথায় তিনি স্পষ্ট করে বলতে চেয়েছেন, বাকি দুজনের ক্ষেত্রে যেহেতু এখনও কোনও অভিযোগ প্রমাণিত হয়নি তাই তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সময় নিচ্ছে দল।

যদিও তাঁর এই মন্তব্য ঘিরে এখন সমালোচনা চলছে রাজনৈতিক মহলে। সিপিএম, বিজেপি নেতারা কটাক্ষে বিদ্ধ করেছেন বর্ষীয়ান এই তৃণমূল কংগ্রেস নেতাকে। কেউ বলেছেন, তাঁর নাকি রাতে ভালো ঘুম হয় না। আবার কারোর বক্তব্য, তাঁর আবার স্কুলে ভর্তি হয়ে নৈতিকতার পাঠ পড়া উচিত। এদিকে, এই মন্তব্য করেও একহাত নেওয়া হয়েছে যে, তৃণমূলের সব নেতারাই আসলে রাজ্যের জন্য বিড়ম্বনার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =