জাঁকজমকপূর্ণ ইউনেস্কো ধন্যবাদ মিছিল, মমতার পাশে দেখা গেল ‘দাদা’কেও

জাঁকজমকপূর্ণ ইউনেস্কো ধন্যবাদ মিছিল, মমতার পাশে দেখা গেল ‘দাদা’কেও

কলকাতা: ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে। সেই স্বীকৃতি উদযাপনে মেগা ব়্যালির আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। কথামতোই বৃহস্পতিবার বেলা ২টো নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জোড়াসাঁকো থেকে শুরু হয় এই মিছিল। কলকাতা সহ জেলায় জেলায় মিছিলের আয়োজন করা হয়েছিল। কেমন ছিল সেই মিছিল, দেখে নেওয়া যাক।

আরও পড়ুন- ১ লক্ষ মহিলায় প্রায় ৪২ জন! গার্হস্থ্য হিংসার অভিযোগে শীর্ষে বাংলা

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন রাজ্য থেকে ১০ হাজার ছাত্রছাত্রীকে আনতে হবে কলকাতায়। স্কুল বন্ধ করে, পরীক্ষা না দিয়ে কলকাতায় আসবে তারা এবং মিছিলে অংশ নেবে৷ সেই মতোই স্কুল-কলেজ আজ বন্ধ ছিল এবং বিরাট মিছিল হয়েছে। পড়ুয়া ছাড়াও দলমত নির্বিশেষে এই মিছিলে আসার অনুরোধ জানিয়েছিলেন মমতা।

সেই প্রেক্ষিতেই এই শোভাযাত্রায় অংশ নেয় বহু প্রতিষ্ঠান, ক্লাব এবং সাধারণ মানুষ। ছিলেন এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান ক্লাবের কর্তারাও। তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকেও এই মিছিল নিয়ে টুইট করা হয়েছে। নাচ, গান থেকে শুরু করে বেশ জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা হয়েছে আজ শহর কলকাতায়।

মুখ্যমন্ত্রীর আহ্বানে বৃহস্পতিবারের মিছিলে নেতা-মন্ত্রী, টেলিতারকারা তো ছিলেনই। ইউনেস্কোর প্রতিনিধি দলের সদস্যরাও এই মিছিলের শোভা বাড়িয়েছেন, যা আদতে প্রত্যাশিতই ছিল। কিন্তু চমক দেখা গিয়েছে অন্য জায়গায়। এদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মঞ্চে হাজির থাকতে দেখা যায় বাঙালির আইকন তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েই তিনি ইউনেস্কোর প্রতিনিধি দলের সদস্যদের শহরে স্বাগত জানান। আজকের মঞ্চে সৌরভের উপস্থিতি অবশ্যই যে চমক তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একই সঙ্গে বাঙালির কাছে বড় প্রাপ্তিও।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 8 =