নিম্নচাপের ভ্রুকুটি! আগামী চার দিন টানা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ

নিম্নচাপের ভ্রুকুটি! আগামী চার দিন টানা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ

কলকাতা: নিম্নচাপের চোখ রাঙানি আর তার জেরেই অবশেষে একটানা বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলি। প্রসঙ্গত চলতি বছর দক্ষিণবঙ্গের মৌসুমী বায়ু ততটা সক্রিয় না হওয়ায় বর্ষা শুরু হলেও বৃষ্টির দেখা সেই ভাবে নেই কলকাতাসহ দক্ষিনবঙ্গের জেলাগুলিতে। আর তার জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষার মরশুমেও জোর কদমে ব্যাটিং চালাচ্ছে ভ্যাপসা গরম।কিন্তু তার মধ্যেই রবিবার কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে, আগামী চার দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নাগাড়ে বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও।

 আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে ওড়িশা-অন্ধ্র উপকূলে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। আর মূলত সেই কারণেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সক্রিয় হবে বর্ষা। মৌসুমী বায়ু তেমনভাবে সক্রিয় না হওয়ার কারণে যদি কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি না হয় তাহলে বর্ষা তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, একথা আগেই জানিয়েছিল আবহাওয়াবিদরা । কিন্তু অবশেষে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী, কলকাতা এবং দুই ২৪ পরগণায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও এই এই চার পাঁচ দিন প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে খবর।
 
জানা যাচ্ছে এই নিম্নচাপের জেরে উত্তরবঙ্গের কিছু জেলায় আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরমধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহারও পেতে পারে বৃষ্টি। চলতি মরশুমে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। সেখানে সময়ের আগেই প্রবেশ করেছিল বর্ষা। হয়েছিল ভারী বৃষ্টিপাতও। তার জেরে উত্তরবঙ্গের বহু জেলাতেই বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এমতাবস্থায় ফের বৃষ্টি হলে উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ খারাপ হতে পারে বলে মনে করছেন আভাওয়াবিদরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 2 =