রাজ্যবাসীদের সুখবর, পেট্রোল ও ডিজেলে ভ্যাট ছাড়ের ঘোষণা রাজ্যের

রাজ্যবাসীদের সুখবর, পেট্রোল ও ডিজেলে ভ্যাট ছাড়ের ঘোষণা রাজ্যের

কলকাতা:  জনসাধারণের জন্য স্বস্তির খবর। পেট্রোল ও ডিজেলে ভ্যাট ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে জানানো হয়েছে,  পেট্রোলে ২.৮০ টাকা এবং ডিজেলে ২.২০ টাকা ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে এই ভ্যাট ছাড়ের ঘোষণায় ৬৪১.৪৫ কোটি  টাকা রাজ্যের লোকসান হবে বলে জানা গিয়েছে। কেন্দ্র পেট্রোল ও ডিজেলে শুল্ক কমানোর পর  এবার রাজ্য ভ্যাট ছাড়ের ঘোষণা করল রাজ্য। 

শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেন, পেট্রোলে প্রতি লিটারে ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটারে ৬ টাকা কমানো হবে। তবে রাজ্যের সিদ্ধান্তে কিছুটা স্বস্তি পাবে রাজ্যবাসী তা বলার অপেক্ষা রাখে না। গত কয়েকদিনে লাফিয়ে লাফিয়ে বেড়েছিল জ্বালানির দাম৷ পেট্রোলের দাম পৌঁছেছিল ১১০ টাকা। ডিজেলও আকাশছোঁয়া। মূল্যবৃদ্ধির জেরে যখন নাজেহাল মধ্যবিত্ত, তখন কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকার সুখবর শোনাল। 

শনিবার ট্যুইট করে নির্মলা সীতারমন জানান, উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বছরের ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে এই সুবিধা মিলবে। সরকারের এই সিদ্ধান্তে ৯ কোটি গ্রাহক উপকৃত হবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + twenty =