কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে আজ চাকরি নিয়ে বাম-বিজেপি’কে এক যোগে তুলোধোনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসংস্থান এবং টাকা দিয়ে চাকরি ইস্যুতে তিনি একহাত নিয়েছে বাংলার পূর্বতন সরকারকে। বাম আমলে কী ভাবে চাকরি হয়েছিল, এই প্রশ্ন তুলেছেন তিনি। এবার তাঁর বক্তব্যের পাল্টা দিল সিপিএম। দলের নেতা সুজন চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, আগের তাদের প্রমাণ চাই এই ব্যাপারে।
আরও পড়ুন- গ্যাসের দাম বৃদ্ধি, সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মমতার
এদিন মমতার বক্তব্যের পর তাঁকে কার্যত চ্যালঞ্জ ছুঁড়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর কথায়, ক্ষমতা থাকলে সিপিএমের বিরুদ্ধে প্রমাণ সামনে আনুন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বলেন, যে প্রতিটি পদে পদে হেরে গেছেন সেখানে এখন সেলফ ডিফেন্স দেখানোর চেষ্টা করছেন তিনি। যা বলছেন তার কোনওটাই সত্যি নয়। সব মিথ্যে কথা। এই প্রসঙ্গেও সুজনের খোঁচা, চাকরি কারা বিক্রি করছে তৃণমূলের কর্মীদের কাছে খোঁজ নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা বলেছেন তা মিথ্যে ছাড়া আর কিছুই নয়।
আসলে ২১-এর মঞ্চে দাঁড়িয়ে আজ মমতা সিপিএমকে তীব্র কটাক্ষ করে বলেন, সিপিএম-এর আমলে কী ভাবে চাকরি হয়েছিল? তাঁরা সবটাই জানেন৷ অনেকের কাছে শুনেছেন বাম জমানায় ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকায় এক একটা চাকরি বিক্রি হয়েছিল৷ যত রিপোর্টার আছে, তাঁদের অধিকাংশের স্ত্রী শিক্ষকতার চাকরি পেয়েছিল৷ কী ভাবে চাকরি হয়েছিল তাঁদের? প্রশ্ন তোলেন তিনি। তবে এক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো বলেন, শুধু বলেছিলাম, বদলা নয় বদল চাই৷ বদলা চাই না বলেই আমরা কোনও পদক্ষেপ করিনি৷
![](https://aajbikel.sortd.pro/wp-content/uploads/2024/03/ad-728x90-1.png)