কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার গ্রেফতার হয়েছেন এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। তাঁর গ্রেফতারির পর থেকে বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে কৌতূহল তুঙ্গে। ইতিমধ্যেই একাধিক অধ্যাপক প্রতিক্রিয়া দিয়েছেন এই ঘটনা নিয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয় এবং উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে নিয়ে সবথেকে বড় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিতরে পোড়ানো হচ্ছে গোপন নথি, এমনই দাবি করলেন তিনি!
আরও পড়ুন-কিছু ক্ষণের মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি নামবে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-হাওড়ায়
সম্প্রতি একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি। সেই ভিডিও দেখিয়েই তিনি দাবি করেছেন যে, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিতরে পোড়ানো হচ্ছে গোপন নথি। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ”উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের অন্ধকারে নথি জ্বালাতে দেখা যাচ্ছে কিছু ব্যাক্তিকে। এই নথি জ্বালানোর উদ্দেশ্য কি? কিসের তথ্য গোপন করতে কি কি নথি জ্বালিয়ে ফেলা হলো?উপস্থিত ব্যক্তিদের মধ্যে গ্রেফতার হওয়া উপাচার্যও নেই তো, প্রশ্নটা কিন্তু থেকেই যায়। ঘটনার তদন্ত দাবী করছি।” এই ভিডিওতে দেখা যাচ্ছে কারা কিছু জিনিস পোড়াচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের অন্ধকারে নথি জ্বালাতে দেখা যাচ্ছে কিছু ব্যাক্তিকে। এই নথি জ্বালানোর উদ্দেশ্য কি? কিসের তথ্য গোপন করতে কি কি নথি জ্বালিয়ে ফেলা হলো?উপস্থিত ব্যক্তিদের মধ্যে গ্রেফতার হওয়া উপাচার্যও নেই তো, প্রশ্নটা কিন্তু থেকেই যায়।ঘটনার তদন্ত দাবী করছি। pic.twitter.com/2zZbtnimeZ
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) September 19, 2022
আপাতত পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্য সিবিআই হেফাজতে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির গভীরে পৌঁছতে এবার মুখোমুখি বসিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কারণ পৃথক ভাবে তাঁদের জেরা করে কোনও লাভ হয়নি৷ সকলেই একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দায় এড়িয়েছেন৷ এবার মুখোমুখি বসিয়ে রেকর্ড করা হবে তাঁদের বয়ান৷