অস্ত্র ধরতে বাধ্য হব! পঞ্চায়েত ভোটের আগে কী বললেন সুকান্ত

অস্ত্র ধরতে বাধ্য হব! পঞ্চায়েত ভোটের আগে কী বললেন সুকান্ত

কলকাতা: আগামী বছর মার্চ-এপ্রিল মাসে হতে পারে পঞ্চায়েত নির্বাচন। জানুয়ারি মাসে দিনক্ষণ ঘোষণা হবে এমন সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। তবে এই ইঙ্গিত মেলার অনেক আগে থেকেই রাজনৈতিক দলগুলি ভোটের প্রস্তুতি শুরু করেছে। আর এখন তো আরও বেশি গুরুত্ব দিয়ে কাজ শুরু হয়েছে। ঠিক এমন একটা সময়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বললেন, অস্ত্র ধরতে বাধ্য হবেন তারা! কিন্তু হঠাৎ এই কথা কেন শোনা গেল তাঁর মুখে?

আরও পড়ুন- চলছে আমরণ অনশন, সাদা কাপড় গায়ে জড়িয়ে ‘জীবন্ত লাশ’ চাকরিপ্রার্থীরা

বর্ধমানে এক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বঙ্গ বিজেপি সভাপতি। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেসকে তারা কখনও ভোট লুঠ করতে দেবেন না। দলীয় কর্মীদের বার্তা দিয়ে বলেন, নিজের নিজের এলাকাকে দুর্গে পরিণত করতে হবে। তারা বিশ্বাস করেন গণতান্ত্রিক পদ্ধতিতে। তারা মায়ের শান্তিপ্রিয় ছেলে। কিন্তু এই মায়ের ওপরই যদি আঘাত হানার চেষ্টা হয় তাহলে তারা অস্ত্র তুলতে বাধ্য হবেন, দ্বিধা করবেন না। এমনই মন্তব্য করে সুকান্তর দাবি, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়ী হবে তা নিশ্চিত।

আদতে তৃণমূল কংগ্রেসকেই নিশানা করে এমন কথা বলেছেন সুকান্ত। দাবি করেছেন, তৃণমূল শুধুমাত্র ধমকিয়ে, চমকিয়ে রেখেছে সকলকে, কিন্তু এই ধমকে তারা ভয় পান না। তারা লড়াইয়ের জন্য প্রস্তুত। যদিও এর পাল্টা দিয়েছে ঘাসফুল শিবিরও। তাদের বক্তব্য, বিজেপি না আছে লোকবল, না আছে বুথ কমিটি। শুধু বড় বড় ভাষণ দিয়ে অস্তিত্ব বাঁচানোর চেষ্টা করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − sixteen =