‘রক্ষাকবচ’ থাকছে, ভোট পরবর্তী হিংসা মামলায় স্বস্তি বহাল অনুব্রতর

‘রক্ষাকবচ’ থাকছে, ভোট পরবর্তী হিংসা মামলায় স্বস্তি বহাল অনুব্রতর

কলকাতা: ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছিল, নেতার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। তবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কিন্তু সেখানে গিয়ে কোনও লাভ হল না তাদের। কারণ সুপ্রিম কোর্টে রক্ষাকবচ বহাল রেখেছে অনুব্রত মণ্ডলের।

আরও পড়ুন- জল কোথা থেকে এল দেখা হবে! মালবাজার-কাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ মমতার

১০ অক্টোবর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গিয়েছিল। কিন্তু মঙ্গলবার জানা গেল, তৃণমূল নেতার রক্ষাকবচ বহালই রাখছে দেশের শীর্ষ আদালত। ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল সিবিআই। এই আর্জি তারা জানিয়েছিল সুপ্রিম কোর্টে। স্বভাবতই আলোচনা শুরু হয়েছিল যে, এবার অনুব্রত মণ্ডল আরও চাপে পড়বেন কারণ গরু পাচার মামলার পাশাপাশি ভোট পরবর্তী হিংসা মামলাতেও তাঁর অস্বস্তি বাড়ছে। কিন্তু আপাতত সুপ্রিম কোর্ট তাঁর স্বস্তি রাখল। আসলে অনুব্রত মণ্ডলের আইনজীবী সুপ্রিম কোর্টে সিবিআই মামলাটি কিছু দিন পিছিয়ে দেওয়ার আর্জি করেছিলেন। সেই প্রেক্ষিতেই মামলা পিছিয়ে যায়।

মনে রাখতে হবে, গত ফেব্রুয়ারি মাসে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে একাধিকবার তলব করা হয়েছিল। কিন্তু তখন সিবিআই হাজিরা এড়িয়ে যান তিনি। গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা। পরে কলকাতা হাইকোর্ট তাঁকে রক্ষাকবচ দিয়েছিল। তবে এখন সেই রায়ের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে গিয়েও কোনও লাভ পেল না সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 5 =