ইডি’র সমনকে চ্যালেঞ্জ, অভিষেকের মামলার ‘সুপ্রিম’ শুনানি শীঘ্রই

ইডি’র সমনকে চ্যালেঞ্জ, অভিষেকের মামলার ‘সুপ্রিম’ শুনানি শীঘ্রই

কলকাতা: কয়লা কাণ্ড নিয়ে ইতিমধ্যেই দু’বার ইডি’র জিজ্ঞাসাবাদের মুখ পড়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছর শেষের দিকে তাঁকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। গত মাসেও একই জিনিস হয়েছে। গোটা বিষয়ে মুখ খুলে অভিষেক দাবি করেছেন যে, তাঁকে হেনস্থা করতেই এটা করা হচ্ছে যেখানে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। আদালতে এর আগে মামলা করেছিলেন অভিষেক কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হয়নি। তবে এবার তাঁর করা মামলার শুনানি হতে চলেছে শীর্ষ আদালতে।

আরও পড়ুন- স্বামী উভকামী! প্রতি রাতে বন্ধুকে সঙ্গে নিয়ে বিছানায় চলত স্ত্রীর উপর যৌন নির্যাতন

কয়লা কাণ্ডে প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন। তার শুনানি হতে চলেছে আগামী সপ্তাহে। খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমন এমনটাই জানিয়েছেন। কলকাতায় জিজ্ঞাসাবাদ না করে দিল্লি ডাকছে ইডি, তাই তাদের এক্তিয়ারকে চ্যালেঞ্জকে করে দু’সপ্তাহ আগেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তখন বলা হয়েছিল যে, পদ্ধতিগত ক্রটির কারণে মামলাটি শুনানি করা হচ্ছে না। তবে এবার সেই মামলার শুনানি হতে চলেছে। গত মাসে একবার ইডির ডাকে সাড়া দিয়ে দিল্লি যাওয়ার পর আবার তলব করা হয়েছিল অভিষেককে। তবে দ্বিতীয় বার তিনি যাননি। সেই সময় ডেকে পাঠানো হয় তাঁর স্ত্রী রুজিরা এবং শ্যালিকাকেও। কিন্তু তারাও ইডির সমনে সাড়া দেননি।

গত সেপ্টেম্বর মাসের মতো গত মাসেও টানা প্রায় ৮-৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিষেককে। এরপরই ইডি সমন থেকে অব্যাহতি চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক। সেই সময়ে পিটিশন খারিজ করে দেওয়া হয়।  এর আগে অভিষেক বারবার বলে এসেছেন, ১০ পয়সার অভিযোগ প্রমাণ করতে পারলে ইডি, সিবিআই লাগবে না, তিনি নিজে ফাঁসি মঞ্চে উঠে মৃত্যুবরণ করবেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব যত হবে তত বেশি তাঁর জেদ বাড়বে। তাঁর বক্তব্য ছিল, সবাই এক নয়। তাঁর আর অন্যের মানসিকতায় তফাৎ আছে। এইভাবে ইডি, সিবিআই দেখিয়ে তাঁকে দমানো বা ভয় দেখানো যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =