সুতপার বাড়ির লোক সবই জানত, এখন ন্যাকামো! দাবি সুশান্তের

সুতপার বাড়ির লোক সবই জানত, এখন ন্যাকামো! দাবি সুশান্তের

কলকাতা: বহরমপুরের কলেজ ছাত্রী সুতপা খুনের ঘটনাকে নিয়ে উত্তাল রাজ্য। ঘটনায় গ্রেফতার হওয়া তার প্রেমিক সুশান্ত ইতিমধ্যেই পুলিশি হেফাজতে রয়েছে। সুতপার বাবা-মা’র দাবি ছিল যে, সুশান্ত তাদের মেয়েকে উত্যক্ত করত। কিন্তু জেরায় সম্পূর্ণ উল্টো দাবি করেছে সুশান্ত। জানা গিয়েছে, পুলিশ আধিকারিকদের সে জানিয়েছে যে, সুতপার বাবা-মা তাদের সম্পর্কের ব্যাপারে সব জানত। এমনকি সে তাদের বাড়িতে যাতায়াত পর্যন্ত করত। এখন সব জেনেও তারা নাকি ন্যাকামো করছে।

আরও পড়ুন- দেশে এক ধাক্কায় দৈনিক সংক্রমণ কমল ৭ শতাংশ, চিন্তা বাড়াচ্ছে গুজরাট-ওড়িশা

নের ঘটনাকে নিয়ে উত্তাল রাজ্য। চলতি সপ্তাহের শুরুতেই অর্থাৎ ২ মে সোমবার প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করা হয় সুতপা চৌধুরীকে। সুশান্ত আগেই জানিয়েছিল যে পরিকল্পনা করেই সে তাকে খুন করেছে। সুশান্তের ফেসবুক থেকে একাধিক পোস্ট এখন প্রকাশ্যে এসেছে যেখানে পরপর বিস্ফোরক সব লেখা লিখেছিল সে। এখন তাকে জেরা করে ঘটনার একেবারে অন্দরে ঢুকতে চাইছে পুলিশ। সেই প্রেক্ষিতেই জেরার সময়ে তাকে জানান হয় সুতপার বাড়ির লোকের কথা। সেটা শুনেই যে উত্তর বলে, সব নাকি ন্যাকামো করছে। দু’জনের সম্পর্কের কথা নাকি সকলেই জানত। তারা রাত রাত কথাও বলত বলে দাবি। এই কথা আবার জানিয়েছে সুশান্তের ভাইও। তার দাবি, রাতে তার দাদা প্রায় সময়েই ফোনে কথা বলত। তবে সেটা সুতপার সঙ্গে কিনা সেটা নিশ্চিত নয়।

এদিকে একই কথা জানিয়েছেন সুশান্তর পরিবারের অন্য সদস্যরাও। তাঁদের আবার দাবি, সুশান্তকে দিনের পর দিন ব্যবহার করেছেন সুতপা। অন্য ছেলের সঙ্গে সম্পর্কে গিয়েছে। কিন্তু তারা এটা মানতে পারছে না যে সুশান্ত তাকে খুন করে ফেলবে। প্রসঙ্গত, সুশান্ত আবার বড় দাবি করে বলেছিল যে, সুতপার সঙ্গে তার বিয়েও নাকি হয়েছিল। সেই ব্যাপারেও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + three =