পায়ে পড়ল পুলিশের ব্যারিকেড, আহত শুভেন্দু হাসপাতালে

পায়ে পড়ল পুলিশের ব্যারিকেড, আহত শুভেন্দু হাসপাতালে

কলকাতা: রাজ্যে নারী নির্যাতনের একাধিক ঘটনা ঘটেছে বিগত কয়েক দিনে। সেইসব ঘটনার প্রতিবাদে আজ বীরভূমের সিউড়িতে আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি বিধয়াক শুভেন্দু অধিকারী। সেখানেই দলীয় কর্মসূচি চলাকালীন আঘাত পেলেন তিনি। জানা গিয়েছে, পায়ের ওপর পুলিশের ব্যারিকেড পড়ে জখম হয়েছেন রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন- রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা চান রাজ্যপাল, মমতাকে চিঠি

রাজ্যজুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে সিউড়িতে আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপি। তাদের নেতাকর্মীদের আটকাতেই রাস্তায় ব্যারিকেড করে পুলিশ। বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙতে গেলেই হুড়োহুড়ি সৃষ্টি হয়। তখনই আচমকা শুভেন্দু অধিকারীর পায়ে ব্যারিকেড পড়ে যায়। এই ঘটনাতেই গুরুতর আহত হন তিনি। এর পর দলীয় নেতাকর্মীরা তাঁকে নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানেই প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁকে। সূত্রের খবর, তাঁর পায়ে দু’টি ব্যারিকেড পড়ে গিয়েছিল একসঙ্গে। যদিও এই ঘটনায় কাউকে দোষ দেননি বিজেপি বিধায়ক।

শুভেন্দু জানিয়েছেন, কী ঘটনা হয়েছে, কী ভাবে হয়েছে তা সকলেই দেখেছেন। তাই তিনি আলাদা করে কাউকেই দোষ দেবেন না। তবে তাঁর হুঁশিয়ারি, এইভাবে তাঁকে বা তাঁর দল বিজেপিকে আটকানো যাবে না। পাশাপাশি তিনি দলীয় কর্মী এবং সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন যে, তাঁর পা ভাঙেনি, আচমকা ব্যারিকেড পড়ে যাওয়ায় জোরে লেগেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − four =