টাকা নিয়ে চাকরি দিয়েছি প্রমাণ হলে রাজনীতি ছাড়ব! স্পষ্ট শুভেন্দু

শুভেন্দু জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে তিনি মেদিনীপুরের জন্য কিছুই চাননি তাঁর কাছে থেকে। সামান্য একটা ব্ল্যাক বোর্ডও নয়…

কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিধানসভা থেকে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। দাবি করে বলেছেন, মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ হয়ে উত্তর দিনাজপুর চাকরি দিয়েছেন ‘দাদামণি’। তাঁর হিসেব কে নেবে, সিবিআই ধরবে না? মমতার এই মন্তব্যের পরেই বিরাট শোরগোল। পাল্টা তাঁকে একহাত নিয়ে শুভেন্দুর দাবি, এই জিনিস প্রমাণ করতে পারলে তিনি রাজনীতিই ছেড়ে দেবেন।

আরও পড়ুন- আসতে পারবেন না! কলকাতা পুলিশকে জানালেন নূপুর, বললেন কারণ

মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে মন্তব্য করেছেন তার পাল্টা জবাব দিতে গিয়ে শুভেন্দু জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে তিনি মেদিনীপুরের জন্য কিছুই চাননি তাঁর কাছে থেকে। সামান্য একটা ব্ল্যাক বোর্ডও নয়। টাকা নিয়ে চাকরি দেওয়া তো দুরের কথা। এমনকি তিনি কখনও তাঁর কাছে বদলির আবেদন নিয়েও যাননি বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক। তাই এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর স্পষ্ট কথা, মুখ্যমন্ত্রী যে অভিযোগ তুলেছেন তা যদি তিনি প্রমাণ করতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেবেন। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতার এও অভিযোগ, তৃণমূল সরকার তাঁর নাম ব্যবহার করে তাঁকে বদনাম করতে চাইছে।

আসলে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বলেন, এক লক্ষ চাকরি দিতে গিয়ে একশোটা ভুল হতেই পারে, তা শুধরে নেওয়ার সময় দিতে হবে। বেকারদের চাকরি নিয়ে যদি কোনও সমস্যা হয় তাহলে তা মিটিয়ে নেওয়া হবে সময় মতোই। একই সঙ্গে তিনি আরও বলেন, যে সব বিজেপি নেতারা বলছেন যে চাকরি খেয়ে নেবেন, সেই সব বিজেপি নেতাদের বাড়িতে চাকরি হারানো ছেলেমেয়েদের পাঠিয়ে দেওয়া হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 15 =