সত্যিই তৃণমূলে ফিরছেন? জবাব দিলেন শুভেন্দু নিজে

সত্যিই তৃণমূলে ফিরছেন? জবাব দিলেন শুভেন্দু নিজে

কলকাতা: শুভেন্দু অধিকারী নাকি এবার বিজেপি ছেড়ে ফিরতে চাইছেন তৃণমূলে৷ সাংবাদিক সম্মেলনে এসে কিছুদিন আগে এমনই বিস্ফোরক দাবি করেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ৷ যে শুভেন্দু বিধানসভা ভোটের কয়েক মাস আগে ঘটা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে গিয়েছিলেন, তিনি এখন নাকি আসবেন তৃণমূলেই! বিরাট আলোচনা শুরু হয়েছিল এই নিয়ে। তবে এখন এর জবাব দিয়েছেন খোদ বিজেপি বিধায়ক। কী বললেন তিনি?

আরও পড়ুন- বুধ থেকেই বিপদ, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? জানিয়ে দিল হাওয়া অফিস

রাজ্য রাজনীতি তো বটেই সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে কানাঘুষো কম নয়। সেখানেই এক নেটিজেন সরাসরি শুভেন্দু অধিকারীর কাছে জানতে চান যে তিনি সত্যিই বিজেপি ছেড়ে দিচ্ছেন কিনা। তাকেই উত্তর দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, এসব হচ্ছে ভুয়ো খবর, বিরোধীদের এই ধরনের সস্তা রাজনৈতিক চমককে যেন উপেক্ষা করা হয়। আসলে কুণাল ঘোষ যে মন্তব্য করেছিলেন তাতেই উত্তেজনার পারদ চড়েছিল। তাঁর কথার যে উত্তর শুভেন্দু দেবেন না সেটাও আগেই স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। কুণাল ঘোষকে ‘জেল খাটা আসামি’ বলেছিলেন তিনি। তবে এখন সেই প্রসঙ্গেই উত্তর দিয়ে জল্পনা নস্যাৎ করলেন শুভেন্দু অধিকারী।

উল্লেখ্য, পুরভোট প্রসঙ্গে কথা বলতে গিয়েই শুভেন্দু অধিকারীর তৃণমূলে ফিরতে চান বলে মন্তব্য করেন কুণাল৷ তিনি বলেন, “সবাই জানে, বিজেপিকে ভালোবেসে দল ছাড়েননি  শুভেন্দু। তিনি ওখানে গিয়েছিলেন ইডি-সিবিআইয়ের ভয়ে। কিন্তু এখন সেখানে দমবন্ধ হয়ে আসছে তাঁর। তাই পুরনো দলে ফিরতে চাইছেন।” অন্যদিকে, দীর্ঘ ৩৬ বছর পর এই প্রথম কাঁথি পুরসভা অধিকারী বিহীন হয়েছে। সেই প্রসঙ্গেও খোঁচা দিয়ে কুণাল বলেছিএলন, তৃণমূলে থাকতে অধিকারী পরিবারের সদস্যরা সকলেই হয় মন্ত্রী, সাংসদ নয়তো বিধায়ক ছিলেন। পুরসভার চেয়ারম্যানও ছিলেন৷ কিন্তু আদি বিজেপির চাপে কাঁথি পুরসভায় অধিকারী পরিবার এখন সাইনবোর্ড হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − two =