কলকাতা: বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার মন্তব্যের পরেই দেশজুড়ে হিংসার ঘটনা। বাংলাতেও বিভিন্ন জায়গায় বিক্ষোভ এবং হিংসার ছবি ধরা পড়েছে। মূলত হাওড়া এবং সংলগ্ন এলাকায় সবথেকে বেশি উত্তেজনা। এই নিয়ে ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে তথ্য দেওয়ার পাশাপাশি কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম। কিন্তু এবার তাঁকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে। তাঁর মন্তব্যে অনেকেই ‘ধর্মীয় খোঁচা’ দেখছেন।
আরও পড়ুন- নজরে রাষ্ট্রপতি ভোট, BJP বিরোধীদের একজোট হওয়ার ডাক দিয়ে দিল্লি যাচ্ছেন মমতা
সোমবার সাংবাদিক বৈঠক করে শামিম জানান, হিংসার ঘটনায় যুক্ত এবং অশান্তি ছাড়ানোর জন্য যারা কাজ করছে তাদের কাউকে ছাড়া হবে না। সমস্ত পুলিশ আধিকারিকদের এব্যাপারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন তিনি। কিন্তু বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, তাঁকে হাসান আটকেছিল এবং জাভেদ শামিম সাংবাদিক বৈঠক করেছেন। যে বিবৃতি আসার কথা ছিল, সেটা না এসে এসেছে রাজনৈতিক বিবৃতি। তিনি বলেন, নাম জাভেদ শামিম তো। সমঝদারও কে লিয়ে ইশারা কাফি হ্যা! বাংলা আর হাতে নেই, বেরিয়ে গিয়েছে হাত থেকে। শুভেন্দুর এই মন্তব্যেই এখন শোরগোল। তাহলে কি তিনি এখানেও ধর্মীয় তাস খেললেন, প্রশ্ন অনেকের।
তবে আজ সাংবাদিক বৈঠকে শামিম জানিয়েছেন, রাজ্য জুড়ে হিংসার ঘটনায় সব মিলিয়ে ৪২টি এফআইআর রুজু হয়েছে। তার মধ্যে ১৭টি এফআইআর হয়েছে হাওড়া কমিশনারেট এলাকায়। ৯টি এফআইআর হয়েছে হাওড়া গ্রামীণ এলাকায়। একই সঙ্গে পাথর ছোড়া থেকে শুরু করে গাড়ি ভাঙচুর, অবরোধ ইত্যাদি অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কমপক্ষে ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান শামিম।