তৃণমূল ও বিজেপি প্রার্থীর মধ্যে বুথেই ‘মারপিট’, তীব্র চাঞ্চল্য

তৃণমূল ও বিজেপি প্রার্থীর মধ্যে বুথেই ‘মারপিট’, তীব্র চাঞ্চল্য

কলকাতা: চার কেন্দ্র নির্বাচন হলেও সকাল থেকে যে দুই জায়গায় সবথেকে বেশি উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে তাদের একটি হল বিধাননগর। আদালতের নির্দেশে সেখানে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হলেও উত্তাপ বহাল থেকেছে সকাল থেকেই। একাধিক ঘটনা ঘটেছে যেখানে তৃণমূল এবং বিজেপি একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এবার বুথের ভিতরেই দুই দলের প্রার্থীর ‘মারপিট’-এর ঘটনা ঘটনা! ব্যাপক চাঞ্চল্য এই ঘটনাকে কেন্দ্র করে।

আরও পড়ুন- জিতেন্দ্রকে নিয়ে বিতর্ক অব্যাহত, এবার পেলেন পুলিশের নোটিশ

জানা গিয়েছে, বিধাননগরের ৩৭ নম্বর ওয়ার্ডে ভুয়ো ভোটার ধরতে গিয়ে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি এবং তৃণমূলের দুই প্রার্থী। বিজেপির তরফে অভিযোগ, ৩৭ নম্বর ওয়ার্ডের ওই বুথে সকাল থেকেই ছাপ্পা ভোট চলছিল। তৃণমূল বাইরে থেকে লোক নিয়ে এসে সেখানে ভোট করাচ্ছিল বলে অভিযোগ তোলা হচ্ছে। বিজেপি প্রার্থী জানান, ওই বুথে বিজেপির কোনও পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি। তিনি যখন সেখানে যান তখন এইসব জেনে প্রতিবাদ করায় তৃণমূলের প্রার্থীর সঙ্গে তাঁর বচসা হয়। তখন তৃণমূল প্রার্থী তাঁকে মারধর করেন বলে দাবি। যদিও তৃণমূলের তরফে বলা হচ্ছে, কোনও বহিরাগত সেখানে আসেনি, বিজেপি সব মিথ্যে অভিযোগ করছে। বিজেপি প্রার্থীই সেখানে এসে ঝামেলা শুরু করে।

প্রসঙ্গত, সকাল ১১টা পর্যন্ত ভোটের হার তুলনামুলক ভাবে ভালই। সবচেয়ে বেশি ভোট পড়েছে আসানসোলে৷ সকাল ১১টা পর্যন্ত আসানসোলে ভোট পড়েছে ৩০.৪২ শতাংশ, বিধান নগরে ২৯.৮১ শতাংশ, চন্দননগরে ২৫.৬৯ শতাংশ এবং শিলিগুড়িতে ভোটের হার ২৮.০৭ শতাংশ৷ সকাল ৭ টা থেকে বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর ও আসানসোলে চলছে ভোটগ্রহণ পর্ব৷ বিশেষত, আসানসোল এবং বিধাননগর নিয়ে উত্তাপ তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 19 =