পিকের কংগ্রেসে যোগদানে কী হবে তৃণমূলের অবস্থান? মুখ খুললেন জোড়াফুলের সাংসদ

পিকের কংগ্রেসে যোগদানে কী হবে তৃণমূলের অবস্থান? মুখ খুললেন জোড়াফুলের সাংসদ

কলকাতা: কয়েক মাস ধরেই প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের জল্পনা দেখা দিয়েছে। যত দিন যাচ্ছে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের জল্পনা তত জোড়াল হচ্ছে। তবে মাঝে কংগ্রেসের সঙ্গে  দূরত্ব তৈরি হয়েছি। কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্য করার জেরেই এই দূরত্ব তৈরি হয়েছিল। তবে নতুন করে কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোরের যোগযোগ শুরু হয়েছে। গত তিন দিনে প্রশান্ত কিশোর কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধির সঙ্গে দুই বার বৈঠক করেছেন। এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোর কংগ্রেসে যোগ দিলে, তৃণমূলের অবস্থান কী হবে? এই নিয়ে মুখ খুললেন তৃণমূলের সাংসদ সৌগত রায়।

প্রশান্ত কিশোরের যোগদান প্রসঙ্গে সর্বভারতীয় সংবাদমাধ্যমে সৌগত রায় বলেন, এটা খুব ভালো বিষয় নির্বাচনে প্রশান্ত কিশোরকে সঙ্গে চাইছেন সোনিয়া গান্ধি। তৃণমূলের সঙ্গে প্রশান্ত কিশোর খুব ভালো কাজ করেছেন। তবে আগামী দিনে কী হবে, সেই বিষয়ে আগে থেকে আন্দাজ করা কঠিন।

২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ব্যাপক আসনে জয় পেয়েছিল। সেই সময় তৃণমূলের ভোট কৌশলী ছিলেন পিকে। বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, ভোট কৌশলী পিকের জন্যই তৃণমূল বিধানসভা নির্বাচনে এই বিশাল জয় পেয়েছিল। তবে ভোট মিটে যাওয়ার পরেও প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ভালো। এরমধ্যে জাতীয় রাজনীতিতে নিজেদের গ্রহণ যোগ্যতা তুলে ধরতে তৃণমূল বার বার কংগ্রেসকে আক্রমণ করেছে। এই পরিস্থিতিতে যদি কংগ্রেসে যোগ দেন প্রশান্ত কিশোর, তৃণমূলের অবস্থান কী হবে সেই নিয়ে একাধিক প্রশ্ন দেখতে পাওয়া গিয়েছে। এই প্রেক্ষিতে সৌগত রায়ের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

অন্যদিকে, রাহুল গান্ধি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার পর থেকেই কংগ্রেসের সঙ্গে প্রশান্ত কিশোরের দূরত্ব তৈরি হয়। তবে সম্প্রতি সেই দূরত্ব মিটতে শুরু করেছে। গত তিনদিনে প্রশান্ত কিশোর দুই বার সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করেছেন। এরপরেই প্রশান্ত কিশোরের তৃণমূলের যোগদানের সম্ভাবনা আরও জোড়াল হয়েছে। তবে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সোনিয়া গান্ধি নেবেন। সোনিয়া গান্ধি চূড়ান্ত নেওয়ার আগে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি বঢরার সঙ্গে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে।