ইডিকে যুক্ত করার নির্দেশ খারিজ, সম্পত্তি বৃদ্ধি মামলায় তৃণমূলের স্বস্তি

ইডিকে যুক্ত করার নির্দেশ খারিজ, সম্পত্তি বৃদ্ধি মামলায় তৃণমূলের স্বস্তি

কলকাতা: তৃণমূল কংগ্রেসের ১৯ জন নেতার সম্পত্তি কী হারে বেড়েছে, তা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। সেই মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডিকেও পার্টি করার নির্দেশ দেয় আদালত। কিন্তু এই নির্দেশের বিরোধিতা করে এবং রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতা। পুজোর ঠিক প্রাক মুহূর্তে বড় স্বস্তি পেলেন তারা। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের সেই নির্দেশ খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত, এর আগে কলকাতা হাইকোর্টের শুনানির ওপরও স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত।

আরও পড়ুন- রুট নিয়ে সমস্যা, বাস মালিককে দু’লক্ষ টাকা জরিমানা করলেন বিচারপতি

যে ১৯ জন তৃণমূল নেতার নাম এই মামলায় ছিল তারা হলেন ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, অমিত মিত্র, জ্যোতিপ্রিয় মল্লিক, মলয় ঘটক, শিউলি সাহা, অরূপ রায়,সব্যসাচী দত্ত, গৌতম দেব,  রাজীব বন্দ্যোপাধ্যায়, স্বর্ণকমল সাহা, জাভেদ খান, ইকবাল আহমেদের। এ ছাড়া নাম রয়েছে বিজেপি ছেড়ে বেরিয়ে আসা শোভন চট্টোপাধ্যায় ও অর্জুন সিং-এর৷ নাম রয়েছে প্রয়াত দুই তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডেরও। রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লাও রয়েছেন সম্পত্তি বৃদ্ধির তালিকায়। যদিও কলকাতা হাইকোর্টের ইডিকে যুক্ত করার নির্দেশ খারিজ করে দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সম্পত্তি বৃদ্ধিতে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি।

সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসতেই বিজেপিকে আক্রমণ করা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলীয় মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, কুৎসা ধরে পড়ে গিয়েছে। বিজেপির সমস্ত চক্রান্ত ব্যর্থ হয়েছে। যদিও বিজেপির দাবি, এই মামলার সঙ্গে তাদের দলের কোনও সম্পর্ক নেই। কিছু ঘটে থাকলে যথা সময়ে তা বেরিয়ে আসবে। সত্য উদ্ঘাটন হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − five =