কলকাতা: রাজনৈতিক দলের নেতারা একে অপরকে আক্রমণ, কটাক্ষ করবে না এটা মানা অসম্ভব। কারণ যাই হোক, একে অপরকে না দুষলে চলে না। এখন তো আবার ব্যক্তিগত আক্রমণের বহরও অনেক বেশি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে যে এই ধরনের খোঁচা আরও বাড়বে তা বলাই বাহুল্য। তবে এবার তৃণমূল কংগ্রেসের তরফে যা করা হল তা কিছুটা অন্যরকম। কার্টুন এঁকে খোঁচা দেওয়া হল গেরুয়া শিবিরকে। কার কার্টুন আঁকা হল তাহলে?
আরও পড়ুন- নৌসেনার ঐতিহাসিক সিদ্ধান্ত! বিশেষ কমান্ডো বাহিনী ‘মার্কোসে’ এ বার মহিলারাও
‘নিরুদ্দেশ সংবাদ’ দিয়েছে তৃণমূল কংগ্রেস শিবির। গোটা রাজ্যে বড় বড় ব্যানার ছড়িয়ে দেওয়া হয়েছে। ব্যানারের নীচে লেখা তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেল। আর কার্টুন আঁকলেও সেটি আদতে কে তা লেখা হয়নি ঠিকই, কিন্তু যা বিবরণ এবং ছবি আঁকা হয়েছে তাতে যে কেউ বলে দেবে কার্টুনটি কার। বিজেপি কোন নেতা বা বিধায়ককে এইভাবে কটাক্ষ করা হয়েছে। যে পোস্টার বা ব্যানার দেওয়া হয়েছে তাতে রূপ, ঠিকানা, অসুখ, বিশেষ চিহ্ন সব লেখা হয়েছে। বিবরণ দিয়ে বলা হয়েছে, ”দেখতে গোলগাল, নাদুসনুদুস। মেরুদণ্ড নেই। গলায় গেরুয়া উত্তরীয়। বাড়ি কাঁথিতে।” পাশে যে কার্টুন আঁকা তার তলায় লেখা, ”এমন কোনও ব্যক্তিকে খুঁজে পেলে দ্রুত সন্ধান দিন।” সেই আঁকা এবং বিবরণ দেখে বোঝাই যাচ্ছে যে ইনি কে।
বিধাননগর স্টেশন, সল্টলেক উইপ্রো মোড়, করুণাময়ী সহ একাধিক এলাকায় এখন এই পোস্টার দেখা যাচ্ছে। পোস্টারে এই ব্যক্তির সম্পর্কে আরও খোঁচা দিয়ে লেখা, ”নিয়মিত দুশো দুশো চিৎকার করে মাঝরাতে ঘুম থেকে উঠে পড়েন। ‘অভিষেক’ শব্দটি শুনলে দাঁত খিঁচিয়ে কামড়াতে আসেন। বেগম বেগম করে হিঁচকি তোলেন।” আবার এও লেখা, ”ভোট এলে লাইট বন্ধ করে দেন। অকারণ ভাট বকতে ভালোবাসেন।” আপনি বুঝলেন ইনি কে?