কলকাতা: বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। গরু পাচার মামলায় এই গ্রেফতারির পর আবার বড় অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে তিক্ততা এখনও কাটেনি, এরই মাঝে আবার অনুব্রত মণ্ডল। তাহলে এখন কী করবে তৃণমূল? কী পদক্ষেপ হবে তাঁদের? এই প্রশ্ন রয়েছে। তবে সাংবাদিক বৈঠক করে নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য যা বললেন তাতে মনে হতেই পারে যে অনুব্রতর ওপর থেকে দায় ঝেড়ে ফেলল দল। ঠিক কী বললেন তৃণমূল নেত্রী?
আরও পড়ুন- পার্থর পদ ছিনিয়ে নিতে লেগেছিল ৬ দিন, অনুব্রতকে নিয়ে কী পদক্ষেপ নেবে তৃণমূল?
এদিন সাংবাদিক বৈঠক করে চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেয় না তৃণমূল। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। মানুষকে ঠকালে দলের সমর্থন নয়। তাঁর কথায়, মানুষই তৃণমূলের কাছে সবথেকে বড় সম্পদ। অন্য কোনও অর্থনৈতিক সম্পত্তি তাঁরা সম্পদ বলে মনে করেন না। নাম না করলেও অনুব্রত মণ্ডল ইস্যুতেই যে এই কথা বলা হল তা বুঝতে পারেননি এমন কেউ নেই। এছাড়াও এই প্রসঙ্গে তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব। তাঁদের কথায়, ইডি হোক বা সিবিআই, কেন্দ্রীয় সরকার অধীনস্থ তদন্তকারী সংস্থা থেকে নিরপেক্ষতা আশা করা হয়। কিন্তু সেটা পাওয়া যাচ্ছে না। তাঁরা তাঁদের নিরপেক্ষ চেহারা হারিয়ে ফেলছে বলে মত চন্দ্রিমার।
কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? সেই বিষয়ে এই সাংবাদিক বৈঠক থেকেই কিছুই জানান হয়নি। একটাই কথা বলা হয়েছে, যথা সময়ে জানান হবে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ৬ দিন সময় লেগেছিল। এবারও কি তাই লাগবে? নাকি আরও দ্রুত কিছু ব্যবস্থা নেওয়া হবে? সেটা সময়ের ওপরই ছাড়তে হবে।
