বিজেপির রাজনীতির শিকার হয়ে পদ হারাচ্ছেন সৌরভ? প্রশ্ন তুলল তৃণমূল

বিজেপির রাজনীতির শিকার হয়ে পদ হারাচ্ছেন সৌরভ? প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতা: বিসিসিআই-এর শীর্ষ পদে খুব সম্ভবত আর থাকছেন না ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর জায়গায় আসতে চলেছেন বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রজার বিনি। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ নিজের পদেই বহাল থাকবেন। আর এই নিয়েই এখন নতুন তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপি বনাম তৃণমূল তর্ক চলছে বিসিসিআই পদ নিয়ে। তৃণমূল কংগ্রেসের স্পষ্ট অভিযোগ, রাজনীতির শিকার হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তাই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যদিও পাল্টা দিয়েছে বিজেপি শিবিরও।

আরও পড়ুন- BCCI-এর সভাপতি পদে আর লড়াবেন না সৌরভ? আলোচনায় বিশ্বকাপজয়ীর নাম

এদিন টুইট করে গোটা বিষয়ের চরম সমালোচনা করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি বলেন, ”রাজনৈতিক প্রতিহিংসার আরও একটা উদাহরণ। বিসিসিআই সেক্রেটারি হিসেবে অমিত শাহের পুত্র থেকে যেতে পারেন কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় পদে থাকতে পারেন না। এর কারণ কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য থেকে আসেন এবং বিজেপিতে যোগ দেননি? আমরা সকলে তোমার পাশে আছি দাদা।” তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও এই নিয়ে মুখ খুলে বিজেপিকে একহাত নিয়েছেন। তিনি বলেন, এরপরেও বিজেপি আবার পরিবারতন্ত্র নিয়ে কথা বলেন। বড় নেতার পুত্র বলে থাকলেন। আরও এক নেতার পুত্র দায়িত্বে আসছেন। যদিও বিজেপির দাবি, সৌরভ গঙ্গোপাধ্যায় যে পদে থেকেই যাবেন এমন কোনও কথা ছিল না, আবার কেউ গেলে একসঙ্গে যাবেন সেটাও কোনও যুক্তি নয়।

আসলে ২০২১ বাংলা বিধানসভা নির্বাচনের আগে থেকেই জল্পনা তৈরি হয়েছিল যে সৌরভ গঙ্গোপাধ্যায় হয়তো বিজেপিতে যোগ দিচ্ছেন। এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল কিন্তু আদতে তিনি যাননি। পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তাঁর বাড়ি আসতে দেখা যায়, নৈশ্যভোজ করতেও দেখা গিয়েছিল। কিন্তু তারপরেও সৌরভের রাজনৈতিক প্রবেশ ঘটেনি। তৃণমূল দাবি করছে, তিনি বিজেপির কথামতো বিজেপি যোগ দেননি বলেই তাঁর সঙ্গে আজ এমন হচ্ছে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় আইসিসি-তে যাবেন কিনা এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =