কলকাতা: গুজরাট এবং হিমাচল প্রদেশের নির্বাচন সম্পন্ন হয়েছে। মোদী রাজ্যে বিরাট জয় পেয়েছে বিজেপি কিন্তু হিমাচলে বাজিমাত করেছে কংগ্রেস। বৃহস্পতিবার দুই রাজ্যের ভোটের ফল নিয়ে টুইট করে বড় বার্তা দিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদী। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও মন্তব্য করেছেন নির্বাচন নিয়ে। কিন্তু এই দুই রাজ্যের ভোট নিয়ে সম্পূর্ণ অন্য প্রসঙ্গ টানলেন বঙ্গের বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। ভোটের সময়ে বাংলার পরিস্থিতি কেমন থাকে সেই বিষয় উস্কে দিলেন তিনি টুইট বার্তায়।
আরও পড়ুন- BJP-কে টক্কর দিতে পারে একমাত্র AAP? ক্রমশ মোদির বিকল্প মুখ হয়ে উঠছেন কেজরিওয়াল?
কী বলেছেন তথাগত রায়? টুইট করে তাঁর বক্তব্য, ”গুজরাট ও হিমাচল প্রদেশে নির্বাচন শেষ। আমরা ফলাফল জানি। কিন্তু, কোথাও কোনও একটি হত্যা বা এমনকি মারধরের ঘটনা ঘটেছে? বুথ দখল বা ভোটারদের হুমকি দেওয়ার কোনও অভিযোগ কি উঠেছে? বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে কোনও শিশু কি মারা গিয়েছে?” এই সব প্রশ্ন তুলেই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একহাত নিয়েছেন তিনি। তাঁর কটাক্ষ, এই রাজ্য চূড়ান্ত ধ্বংসের পথে এগোচ্ছে। নৈরাজ্যের পথে পা বাড়াচ্ছে। আসলে পশ্চিমবঙ্গে নতুন বছরের শুরুতেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে ইতিমধ্যেই একাধিক জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা, বোমা উদ্ধারের ঘটনা, গুলি চালানোর মতো ঘটনাও ঘটেছে। সেই প্রেক্ষিতেই টুইটাক্রমণ বিজেপি নেতার।
Gujarat and Himachal elections are over. We know the results.
BUT
Has there been a single murder or even manhandling?
Any allegation of booth capturing or threatening voters?
Any little children dead from mistaking a bomb for a ball?
Is our state heading for permanent anarchy?— Tathagata Roy (@tathagata2) December 8, 2022
উল্লেখ্য, গুজরাট নির্বাচন জেতার পর নরেন্দ্র মোদী টুইট করে বলেছিলেন, ”ধন্যবাদ গুজরাত। আমি আপ্লুত এই অসাধারণ ফলাফল দেখে। উন্নয়নের রাজনীতিকে আশীর্বাদ করেছেন মানুষ এবং একই সঙ্গে উন্নয়ন আরও জোরদার করতে তাঁদের আগ্রহ বুঝিয়ে দিয়েছেন। আমি গুজরাতের জনশক্তির কাছে মাথা নত করছি।” এই জয়ে আগামী লোকসভায় যে গেরুয়া শিবিরের বিরাট সুবিধা হতে পাতে তার একটা আভাস ইতিমধ্যেই মিলছে।
