শ্রাবন্তী চালাক, যা দেওয়ার দিয়েছে! ফের বিস্ফোরক তথাগত

শ্রাবন্তী চালাক, যা দেওয়ার দিয়েছে! ফের বিস্ফোরক তথাগত

কলকাতা: ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে গিয়েছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কিন্তু ভোটে হারার পর কয়েক মাসের মধ্যে তিনি বিজেপি ছেড়ে দেন। কিছু মন্তব্যও করতে শোনা গিয়েছিল তাঁকে। এদিকে অনেক মাস ধরেই রাজ্য বিজেপি নেতৃত্বকে একহাত নিয়ে আসছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। শ্রাবন্তী সহ আরও অনেককে নিয়েই কটাক্ষ করেছিলেন তিনি। এবার আরও বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। নিশানায় সেই শ্রাবন্তী।

আরও পড়ুন- চোখের সামনে শেষ হয়ে গেল দুই শিশু সহ গোটা পরিবার, শোক প্রকাশ মেয়রের

এদিন টুইটে তথাগত লিখেছেন, ”শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, মুকুল, জয়প্রকাশ। সকলেরই এক routine। দিন তিনেক স্টেজে উঠে উচ্ছ্বাসে ভেসে যাওয়া, তারপর নিস্তরঙ্গ জীবন। এর মধ্যে শ্রাবন্তীই সবচেয়ে চালাক। যা দেবার অকাতরে দিয়েছে, যা পাবার পেয়েছে, তারপর পেশায় প্রত্যাবর্তন, বাই বাই রাজনীতি!” গতকালই জয়প্রকাশ মজুমদার তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁকে এবং বাবুল সহ আরও অনেককে কটাক্ষ করেছিলেন তথাগত। তখনও জয়প্রকাশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। আজ শ্রাবন্তীকে নিশানা করেই সেই একই ইঙ্গিত দিলেন এই বিতর্কিত বিজেপি নেতা।

২০১৯ সালে পশ্চিমবঙ্গে তিনটি বিধানসভা আসনে চলছিল উপনির্বাচন। করিমপুরের বিজেপি প্রার্থী ছিলেন জয়প্রকাশ মজুমদার। সেই নির্বাচনে ৩-০ হেরেছিল বিজেপি সেটা তো আলাদা ব্যাপার। বড় ব্যাপার ছিল, তৃণমূল কর্মীদের কাছ লাথি খেতে হয়েছিল জয়কে! সেই ছবি, ভিডিও সবই ভাইরাল ছিল। সেই লাথির ঘটনার কথা মনে করিয়ে তথাগত দাবি করেছিলেন, ”শোনা যায় জয়প্রকাশ নাকি লাথি খাবার জন্য বেশ কিছু টাকা খরচ করেছিল। শ্রাবন্তী, সব্যসাচী দত্ত, বাবুল সুপ্রিয়, রাজীব, তারপর এই! যাই হোক, বিদায় তো হয়েছে! আহা কী আনন্দ আকাশে বাতাসে!” ওদিকে তৃণমূলে যোগ দিয়ে জয়প্রকাশ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক ময়দানের মেসি তাতে কোনও সন্দেহ নেই। আজ তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বাংলার অশ্মিতাকে রক্ষা করার জন্য, বাংলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − six =