কলকাতা: স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলায় ক্রমেই লম্বা হচ্ছে অভিযুক্তের নাম। ইতিমধ্যে রাজ্যের দুই মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের একাধিক আধিকারিকের পাশাপাশি অনেক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসছে। পাশাশাপাশি উঠে আসছে একাধিক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর পেতে এসএসসি দফতর থেকে একাধিক হার্ডডিস্ক বের করে আনলেন সিবিআইয়ের আধিকারিকরা।
কলকাতা হাইকোর্টের নির্দেশেই গত শনি ও রবিবার এসএসসি দফতরে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশির সময়ই সিবিআইয়ের আধিকারিকরা ১০টি হার্ডডিস্ক উদ্ধার করেছেন। ইতিমধ্যে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে সেই হার্ডডিস্ক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়াও বেশ কিছু নথি সিবিআই উদ্ধার করেছে। সেই নথিতে নিয়োগ সংক্রান্ত কোনও তথ্য রয়েছে কি না, তদন্তকারী আধিকারিকেরা তা খতিয়ে দেখছে। এসএসসি দুর্নীতি মামলায় ইতিমধ্যে রাজ্যের দুই মন্ত্রীকে সিবিআই একাধিকবার তলব করেছে। কিন্তু এই প্রথম সিবিআই এসএসসি দফতরে হানা দিয়ে নথি উদ্ধার করল।
সোমবারই এসএসসি দুর্নীতির মামলাকারীদের সিবিআই ডেকে পাঠান। অনিন্দিতা বেরা, মিলন দাস ও দীপঙ্কর মান্না হাজিরা দেন। এই দুর্নীতি মামলায় তাঁদের কাছে যা নথি রয়েছে, তা সিবিআইয়ের কাছে পেশ করেন বলেও জানা গিয়েছেন। তবে সোমবার সাবিনা ইয়াসমিনের সিবিআই দফতরে হাজিরা দেওয়া কথা থাকলও তিনি যাননি। বুধবার অন্য আর এক মামলাকারী ববিতা সরকার সিবিআই দফতরে যাবেন বলে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, ট্রেনের টিকিট না পাওয়ার কারণে তিনি হাজিরা দিতে পারেননি। তবে বুধবার তিনি হাজিরা দেবেন বলে সিবিআই সূত্রের খবর। মামলাকারীদের সিবিআই প্রয়োজনীয় নথির পাশাপাশি অ্যাডমিট কার্ড, ব়্যাঙ্ক কার্ড নিয়ে আসার নির্দেশ দিয়েছিল বলে জানা যাচ্ছে।