শিক্ষামন্ত্রীকে স্বচ্ছতার পাঠ! দুই ঘণ্টার বৈঠক শেষে ট্যুইট রাজ্যপালের

শিক্ষামন্ত্রীকে স্বচ্ছতার পাঠ! দুই ঘণ্টার বৈঠক শেষে ট্যুইট রাজ্যপালের

কলকাতা:  এসএসসি দুর্নীতি মামলায় কার্যত মুখ পুড়েছে রাজ্যের। শিক্ষা প্রতিমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআইয়ের জেরার মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্য সচিব মনীশ জৈনকে ডেকে পাঠান রাজ্যপাল। প্রায় দুই ঘণ্টার বেশি চলে বৈঠক। 

বৈঠক শেষে রাজ্যপাল জগদীপ ধনখড় একটি ট্যুইট করেন। সেখানেই তিনি লেখেন, শিক্ষা সংক্রান্ত নানা বিষয়ে তিনি আলোচনা করেছেন। পাশাপাশি তিনি শিক্ষাব্যবস্থার স্বচ্ছতার ওপরেও জোর দিয়েছেন। সাম্প্রতিককালে শিক্ষা ব্যবস্থায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠছে। একাধিক বিষয় নিয়ে সিবিআই তদন্ত করছে। এই পরিস্থিতিতে রাজভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও মুখ্যসচিব মনীশ জৈনকে ডেকে পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে তিনি মনে করেন। 

চলতি মাসে আগেও একবার রাজ্যপাল শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠিয়েছিলেন। ১০ দিনের মধ্যেই ফের একবার শিক্ষামন্ত্রীকে রাজভবনে ডেকে পাঠানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। আগেরবার শিক্ষা সংক্রান্ত একাধিক ইস্যুতে রাজ্যপাল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন বলে জানা গিয়েছে। ট্যুইটে রাজ্যপাল শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতার ওপর জোর দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন। তিনি এসএসসি দুর্নীতি নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠকে ব্রাত্য বসু আলোচনা করেন মনে করা হচ্ছে। তবে রাজ্যপাল এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। 

তবে শুধু এসএসসি দুর্নীতি মামলা নয়, শিক্ষাক্ষেত্রে একাধিক ইস্যু বর্তমানে উঠে এসেছে। যার মধ্যে প্রধান মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পড়ুয়াদের মধ্যে অফলাইন পরীক্ষা দেওয়ার অনীহা। আলিয়া বিশ্ববিদ্যলয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ দেখান অনলাইন পরীক্ষার দাবিতে। এই সব বিষয়ে সোমবারের বৈঠকে আলোচনা হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − six =