এসএসসি দুর্নীতির তিন মামলাকারী নিজাম প্যালেসে, বুধবার যেতে পারেন ববিতা

এসএসসি দুর্নীতির তিন মামলাকারী নিজাম প্যালেসে, বুধবার যেতে পারেন ববিতা

কলকাতা:  সিবিআই দফতরে যাবতীয় নথি জমা দিয়ে এলেন এসএসসি দুর্নীতির তিন মামলাকারী। জানা যায়, সোমবার সকালে মামলাকারীদের পক্ষে নিজাম প্যালেসে যান অনিন্দিতা বেরা, দীপঙ্কর মান্না ও মিলন দাস। বেশ খানিকক্ষণ তাঁরা নিজাম প্যালেসে ছিলেন বলে জানা গিয়েছে। এদিন সাবিনা ইয়াসমিনের নিজাম প্যালেসে যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। বুধবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে যেতে পারেন অন্য আর এক মামলাকারী ববিতা অধিকারী।

সিবিআই সূত্রে জানানো হয়েছে, তাঁরা যে নথি জমা দিয়েছেন, সেখানে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগের দুর্নীতি বিষয়ক তথ্য রয়েছে। জানা গিয়েছে, নবম-দশম শ্রেণির নিয়োগে মামলাকারী অনিন্দিতা বেরা ও ববিতা সরকারকে ডাকা হয়েছিল। গ্রুপ ডি নিয়োগের মামলাকারী সাবিনা ইয়াসমিনকে ডাকা হয়। সোমবার অনিন্দিতা বেরা নিজাম প্যালেসে যান। সাবিনা ইয়াসমিন যাননি। ববিতা সরকারের বুধবার যেতে পারেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে ববিতার কী অভিযোগ রয়েছে, তা জানতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে চাইবেন। পাশাপাশি তাঁর কাছে কি নথি রয়েছে, তাও সিবিআই দেখতে চাইবে বলে মনে করা হচ্ছে। 

এসএসসির মেধা তালিকায় প্রথমে অঙ্কিতা অধিকারীর নাম না থাকলেও পরে একেবারে শীর্ষে চলে আসে। এই অঙ্কিতা অধিকারী রাজ্যের শিক্ষামন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। পর্যাপ্ত নম্বর না থাকার পরেও কীভাবে মেধা তালিকার শীর্ষে অঙ্কিতা অধিকারীর নাম এল, এই অভিযোগে ববিতা সরকার হাইকোর্টে মামলা করে। এই মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। সিবিআই ইতিমধ্যে এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে ডেকে পাঠিয়েছিল। তাঁদের একাধিকবার সিবিআইয়ের মুখোমুখি হতে হয়েছিল। এবার মামলাকারীদের ডেকে পাঠাল সিবিআই।

অন্যদিকে, এসএসসি দুর্নীতি মামলায় বেআইনি আর্থিক লেনদেনের বিষয়ে তদন্ত করতে আসরে নেমেছে ইডি। ইতিমধ্যে এসএসসি দুর্নীতি সংক্রান্ত নথি তাঁরা সংগ্রহ করেছেন। ইডি সূত্রে জানা গিয়েছে, এই মামলায় কয়েক কোটি টাকার বেআইনি লেনদেন হয়েছে।  কলকাতায় সিবিআই দপ্তরে চিঠি পাঠিয়ে চারটি মামলার এফআইআর ও যাবতীয় নথি চেয়েছে দিল্লিতে ইডির সদর দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + eighteen =