ব্যারাকপুর: ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দলবদলের জল্পনা ক্রমেই ঘন হচ্ছে৷ এহেন আবহে অর্জুন সিং ইস্যুতে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম৷
সোমনাথের দাবি, ‘‘পাট শিল্প মূল ইস্যু নয়৷ বিজেপিতে উনি দরকষাকষি করছেন। এর আগে তিনি তৃণমূলেও এমন দর কষাকষি করেছিলেন।’’ একই সঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদের দল বদলের জল্পনায় জল ঢেলে সোমনাথের দাবি, ‘‘দলের শীর্ষ নেতৃত্ব এখনও পর্যন্ত সেরকম কোনও সিদ্ধান্ত আমাকে জানাননি৷’’ ঘনিষ্ঠ মহলে বিধায়কের দাবি, অর্জুন সিংকে দলে নিলে ব্যারাকপুরে প্রবল বিক্ষোভ শুরু হতে পারে৷ সেদিকে মাথায় রেখেই অর্জুনকে দলে নেওয়ার প্রশ্নই ওঠে না৷ ইতিমধ্যে সোমনাথের নেতৃত্বে স্থানীয়রা এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে দলীয় সূত্রের খবর৷
বস্তুত, চট শিল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়ে দলের বিড়ম্বনা বাড়িয়েছেন অর্জুন৷ এদিনও দিল্লি যাওয়ার আগে দল বদলের ইস্যুতে ধোঁয়াশা জারি রেখে বলেছেন, ‘‘দফতরের সিস্টেম ভুল আছে৷ তার ব্যাপারে আমি বারবার বলছি। বলতে তো হবেই৷ মুখ খুললে তো প্রকাশ্যেই খুলতে হয়!’’ যার জেরে অর্জুনের দল বদলের জল্পনা সামনে এসেছে৷ রাজনৈতিক মহলের মতে, দল বদলের কথা প্রকাশ্যে না বললেও পাট শিল্প ইস্যুতে বারে বারে তিনি যেভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন তাতে সব সম্ভবনায় খোলা আছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷
দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে দেখা করতে সোমবার সকালেই দিল্লি উড়ে গেছেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। দিল্লি যাবার আগে জগদ্দলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘‘জে পি নাড্ডা কি বিষয়ে বৈঠক করবেন সেটা জানি না৷ তবে বাংলার সাংগঠনিক দুর্বলতা নিয়ে কথা বলতে বললে অবশ্যই রাজ্য বিজেপির সাংগঠনিক দুর্বলতা তুলে ধরব৷’’ স্বাভাবিকভাবেই অর্জুনের এই বক্তব্যকে যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷