কলকাতা: আসানসোল লোকসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে সেখানকার দু’জন পুলিশ অফিসারকে বদলি করা হয়েছে। আসানসোল দক্ষিণ পুলিশ স্টেশনের আইসি অভিজিৎ চট্টোপাধ্যায় এবং জামুরিয়া পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ সঞ্জীব দে’কে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। এই দুই অফিসারের জায়গায় তিনজন অফিসার দ্রুত পাঠানো হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন- জোড়া ধর্ষণ কাণ্ডের তদন্তে রাজ্য পুলিশেই আস্থা, নির্দেশ হাইকোর্টের
১২ এপ্রিল বালিগঞ্জ এবং আসানসোলে উপনির্বাচন হতে চলেছে। ভোটের প্রচার এখন জোর কদমে চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী হয়েছেন বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয়। আসানসোলে ঘাসফুলের প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বিজেপি এই দুই জায়গায় প্রার্থী করেছে যথাক্রমে কেয়া ঘোষ এবং অগ্নিমিত্রা পলকে। অন্যদিকে, বালিগঞ্জে সিপিএম প্রার্থী হয়েছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহের ভাইজি সায়রা শাহ হালিম। তাঁর সমর্থনে ইতিমধ্যেই ভিডিও বার্তা দিয়েছেন অভিনেতা। সব মিলিয়ে জমে উঠেছে একদিনের উপনির্বাচন।
তবে এই মুহূর্তে রাজ্যের যা পরিস্থিতি তাতে নির্বাচন কমিশন একটু বেশিই সতর্কতা অবলম্বন করছে। আনিস খান হত্যা থেকে শুরু করে বগটুই কাণ্ড, রাজ্য পুলিশের ওপর ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের। আর তাই আসন্ন নির্বাচনে তাদের ওপর ভরসা করছে না নির্বাচন কমিশনও। তাই এই দুই কেন্দ্রে ভোটের জন্য তারা পাঠাচ্ছে বিরাট বাহিনী। এমনটাই খবর সূত্রের। জানা গিয়েছে, বালিগঞ্জ ও আসানসোলের উপনির্বাচনে অন্তত ১৩৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রের হিসেবে অন্তত ১৭ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চাইছেন কমিশনের কর্তারা। সব মিলিয়ে মোট ১৩৩ কোম্পানি বাহিনী।