বাঁকুড়া: এবার ১২ থেকে ১৪ বছর বয়সী পড়ুয়াদের কোভিড টিকাকরণের কাজ শুরু হল বাঁকুড়ায়। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন শহরের লোকপুর হাই স্কুলে টিকাকরণ কর্মসূচীর সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর মহকুমাশাসক-সহ অন্যান্যরা।
প্রশাসন সূত্রে খবর, জেলায় ইতিমধ্যে ১৫ থেকে ১৮ বছর বয়সী পড়ুয়াদের কোভিড টিকাকরণের কাজ শেষ হয়েছে। এদিন থেকেই ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকা দেওয়ার কাজ শুরু হলো। বাঁকুড়া জেলায় পঁচাশি হাজারের মতো পড়ুয়া এই টিকা পাবেন। তার মধ্যে বাঁকুড়া পৌর এলাকাতেই সেই সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার।
টিকা পেয়ে খুশী পড়ুয়ারাও। সুপ্রিয়া গাঙ্গুলী, বৈশাখী দাসরা বলেন, যেভাবে করোনা বাড়ছে তাতে টীকা নেওয়া জরুরি ছিল। স্কুলে এসে টিকা পেয়ে খুব ভালো লাগছে বলে তিনি জানান। বাঁকুড়া সদর মহকুমাশাসক সুশান্ত কুমার ভক্ত বলেন, ১৫ থেকে ১৮ বছর বয়সীদের কোভিড টিকা দেওয়ার ক্ষেত্রে বিপুল সাফল্য মিলেছে। এবার ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাদানের ক্ষেত্রেও সেই সাফল্য মিলবে বলে তিনি আশাপ্রকাশ করেন।