আচমকা গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক! কী অভিযোগ রয়েছে

আচমকা গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক! কী অভিযোগ রয়েছে

কলকাতা: কলকাতা থেকে আচমকা গ্রেফতার করা হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমিত বসুকে। বিশ্বভারতীর এক ছাত্রের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তিনি বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপক। আজই তাঁকে সিউড়ি আদালতে তোলা হবে বলে খবর। কিন্তু ঠিক কী কারণে তাঁকে গ্রেফতার করা হল? আসলে তাঁর বিরুদ্ধে রয়েছে বিস্ফোরক সব অভিযোগ।

আরও পড়ুন- স্বেচ্ছামৃত্যুর আবেদন করছেন তৃণমূল বুথ সভাপতি! কেন 

বিশ্বভারতীর ওই ছাত্র তাঁর বিরুদ্ধে হেনস্থা, জাতপাত নিয়ে বিদ্বেষ ছড়ানো, প্রাণনাশের হুমকি দেওয়ার মতো অভিযোগ তুলেছে। গত বছর সেপ্টেম্বর মাসে সে শান্তিনিকেতন থানায় সে এই ভিত্তিতেই অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। অন্যদিকে, পাল্টা ওই ছাত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ জানান ওই অধ্যাপকও। সেই থেকে টানাপোড়েন শুরু হয়। সিউড়ি আদালতে ওই ছাত্রের মামলার ভিত্তিতে শুনানি শুরু হয়। ওই অধ্যাপক আগাম জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। পরে তিনি আবার কলকাতা হাইকোর্টে আবেদন জানান।। কিন্তু তাতেও গ্রেফতারি আটকাতে পারেননি তিনি।

কলকাতা হাইকোর্টে মার্চ মাসে অধ্যাপকের আইনজীবী আরও তথ্য জোগাড় করার জন্য একটু সময় চান। সেই সময় দেওয়ার পর সম্প্রতি এই মামলার শুনানি ছিল। সেখানে আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নেন অধ্যাপকের আইনজীবী। তারপরেই কলকাতা থেকেই অধ্যাপক গ্রেফতার হয়েছেন। তাঁকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − nine =