কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কম্বলদান কর্মসূচিতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। আসানসোলে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে গেল রাজ্য সরকার। এই মৃত্যুর ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে এফআইআর দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে নবান্নের তরফে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছে।
আরও পড়ুন: শুভেন্দুর অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত ৩, কম্বল বিতরণ করতে গিয়ে দুর্ঘটনা
কম্বল বিতরণের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঠিক কী হয়েছিল আসানসোলের ওই অনুষ্ঠানে? প্রাথমিক সূত্রে খবর পাওয়া গিয়েছে, শুভেন্দু অধিকারী মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পরেই শুরু হয়ে যায় চরম বিশৃঙ্খলা। কম্বল নেওয়ার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছিল। সেই হুড়োহুড়িতে তিন জন পায়ের চাপে মারা যান। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। আহত কমপক্ষে ৪ জন। দাবি করা হচ্ছে, এই অনুষ্ঠানের কোনও পুলিশি অনুমতি ছিল না। কেন তা নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন।
তবে এর আগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ২৬টি এফআইআর-এর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ ছিল, আগামী দিনে বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে কোনও এফআইআর করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। বৃহস্পতিবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। আপাতত এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড়।
