সকাল থেকেই আকাশের মুখ ভার, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা

সকাল থেকেই আকাশের মুখ ভার, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা

কলকাতা:  সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। গুমোট গরমে কিছুটা স্বস্তি কলকাতাবাসী পেলেও মহানগর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস থাকলেও বুধবার কলকাতায় বৃষ্টি হয়নি। বরং অস্বস্তিকর গরমে নাজেহাল হয়েছে সাধারণ মানুষ। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে গাঙ্গেয় জেলাগুলোতে বৃষ্টিপাতের জেরে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানা গিয়েছে। আবাহাওয়া দফতরের খবর, উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাষ রয়েছে। এছাড়া আলিপুর দুয়ার ও কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদাতেও ভারি বৃষ্টি বৃহস্পতিবার হতে পারে বলে জানা গিয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কালকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে। মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি থাকবে বলে জানা গিয়েছে। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। কলকাতায় বাতাসের সর্বাধিক আর্দ্রতা থাকবে ৮৪ শতাংশ। সর্বনিম্ন আদ্রর্তা থাকবে ৬২ শতাংশ। 

চলতি বছরে নির্দিষ্ট সময়ের আগেই দেশে পা রাখছে বর্ষা। ১ জুন দেশে বর্ষা ঢোকার স্বাভাবিক সময়। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, চলতি বছর নির্ধারিত সময়ের ছয় দিন আগেই বর্ষা কেরলে ঢুকবে। সাধারণত কেরলে প্রথম বর্ষা ঢোকে। চলতি বছর দেশে স্বাভাবিক বর্ষা হবে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি হবে। তবে জুলাই ও আগস্টে সব থেকে বেশি বৃষ্টি হবে। সারা বছরের বৃষ্টির ৭০ শতাংশ এই দুই মাসে হবে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে।