এগিয়ে গৌতম দেব, অশোক ভট্টাচার্য, প্রথম রাউন্ড শেষে কোন দিকে ট্রেন্ড

এগিয়ে গৌতম দেব, অশোক ভট্টাচার্য, প্রথম রাউন্ড শেষে কোন দিকে ট্রেন্ড

কলকাতা: সকাল ৮টা থেকে শুরু হয়েছে চার পুরনিগমের ভোট গণনা৷ প্রথম রাউন্ডের গণনা শেষ৷ ট্রেন্ড আসতে শুরু করেছে৷ প্রথম রাউন্ড গণনা শেষে  শিলিগুড়ি পুরসভার  ৪৪ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী প্রীতিকণা বিশ্বাস৷ এছাড়াও শিলিগুড়ির ২৩, ২৮, ৩০, ৩৭ এবং ৪০ নম্বর ওয়ার্ডেও এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস৷  বামফ্রন্ট এগিয়ে ১টিতে৷ অন্যদিকে, আসানসোলে ছটি রাউন্ডে এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির৷ 

আরও পড়ুন- কড়া নিরাপত্তাবলয়ে চার পুননিগমে শুরু ভোট গণনা

শিলিগুড়ি পুরনিগম ভোট গণনার প্রথম রাউন্ডে গোনা হচ্ছে ইলেকশন ডিউটি (ইডি) ভোট। এই গণনায় শুরুতেই এগিয়ে গিয়েছেন সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য (৬ নম্বর ওয়ার্ড) এবং তৃণমূল প্রার্থী গৌতম দেব (৩৩ নম্বর ওয়ার্ড)। চন্দননগর পুরনিগমের মোট ৩২টি ওয়ার্ডের মধ্যে ১৮টি ওয়ার্ডে এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থীরা। বামেরা এগিয়ে একটি ওয়ার্ডে। একটি ওয়ার্ডে এগিয়ে রয়েছেন নির্দল প্রার্থী। বিধাননগরে ৯টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল৷

কড়া নিরাপত্তাবলয়ে চলছে ভোট গণনা৷ গণনা কেন্দ্রের মধ্যে তাঁদেরই প্রবেশ করতে দেওয়া হবে যাঁদের কাছে রাজ্য নির্বাচন কমিশনের স্বীকৃত অনুমতিপত্র রয়েছে। অন্যদিকে, দ্বিতীয় স্তর পর্যন্ত সংবাদমাধ্যমের কর্মীদের প্রবেশ করতে দেওয়া হবে। তৃতীয় স্তরে শুধুমাত্র তাঁরাই প্রবেশ করতে পারবেন, যাঁদের কমিশন নিয়ে যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =