কলকাতা: এসএসসি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে শনিবার সকালেই গ্রেফতার করা হয়। তাঁর পরেই গ্রেফতার হয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়৷ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়নি বরং জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেন আচমকা তাঁকে নাকতলা থেকে প্রায় ৩০ কিলোমিটার ঘুরে জোকা নিয়ে যাওয়া হল সেই প্রশ্ন উঠে গিয়েছে।
আরও পড়ুন : পার্থ-অর্পিতাকাণ্ডে চরম খোঁচা দিলীপের, ‘আদর্শ’ নিয়ে একহাত মমতাকে
সাধারণত, ভিআইপি কাউকে গ্রেফতারের পর মেডিক্যাল পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে আলাদা বন্দোবস্ত করা থাকে তাদের জন্য। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। আবার রাজ্যে মোট ১৪ টি ইএসআই হাসপাতাল থাকলেও পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরিয়ে ইডি নিয়ে গেল জোকা ইএসআই হাসপাতালে। কিন্তু কেন? আসলে অনেকের অনুমান, এই ১৪ টি ইএসআই হাসপাতালের মধ্যে ১৩ টি রাজ্য সরকারের অধীনস্থ। শুধু জোকা ইএসআই-ই কেন্দ্রের অধীনে। তাই পার্থ চট্টোপাধ্যায় যাতে সরকারি কোনও সাহায্য বা সুবিধা না পান সেই কারণেই তাঁকে এতদুর নিয়ে গিয়েছে ইডি। আসলে পার্থকে গ্রেফতারের পর তাঁর নাকতলার বাড়ি থেকে প্রায় দেড় ঘণ্টা বিভিন্ন রাস্তায় ঘুরেছে ইডির গাড়ি।
সকালে জানা গিয়েছিল, গ্রেফতার করার পর পার্থ চট্টোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে। কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয়নি। পরে অনুমান করা হচ্ছিল তাঁকে অর্পিতার বাড়ি নিয়ে গিয়ে মুখোমুখি জেরা করা হতে পারে। সেটাও করা হয়নি। বরং ইডি তাঁকে নিয়ে বেহালা ছাড়িয়ে একেবারে ডায়মণ্ড হারবারের দিকে এগিয়ে যায়। সবশেষে জানা যায় তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে।
