হ্যাকারদের কবলে মোবাইল, তরুণীর নগ্ন ছবি ছড়িয়ে পড়ল প্রতিবেশীদের হোয়াটস অ্যাপে

হ্যাকারদের কবলে মোবাইল, তরুণীর নগ্ন ছবি ছড়িয়ে পড়ল প্রতিবেশীদের হোয়াটস অ্যাপে

কলকাতা:  স্মার্ট ফোনে যেমন অনেক সুবিধা। তার থেকেও বেশি নিরাপত্তার অভাব। স্মার্ট ফোনের মেসেঞ্জারে, হোয়াটস অ্যাপে একাধিক মেসেজ আসে। তার মধ্যে অনেক লিঙ্ক এমন রয়েছে, যেখানে ক্লিক করলেই নিজের ফোন আর নিজের কাছে থাকবে না। ফোন নম্বর থেকে নম্বর হোক বা ছবি চলে যাবে হ্যাকারদের হাতে চলে যাবে। 

খাস কলকাতার বুকে ফোন হ্যাক হয়ে গেল এক যুবতীর ফোন। এডিট করে তরুণীর নগ্ন ছবি প্রতিবেশী থেকে আত্মীয়দের পাঠাল হ্যাকারদের। হোয়াটস অ্যাপে আসা একটি মেসেজে লিঙ্ক করেই বিপাকে পড়ে যান মুকুন্দপুরের তরুণী। মেসেজের লিঙ্কে ক্লিক করতেই দুই হাজার টাকা দেওয়ার চাপ দেয় হ্যাকাররা। এরপরেই সেই মূল্য ১২ হাজার টাকা দেওয়ার জন্য তরুণীকে চাপ দেয় হ্যাকাররা। কিন্তু তরুণীর মোবাইল অ্যাক্সেস ব্যবহার করে গ্যালারি থেকে ছবি নিয়ে হ্যাকাররা এডিট করে। তরুণীর নগ্ন ছবি তৈরি করে হ্যাকাররা প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়দের পাঠায়। 

পাশাপাশি হ্যাকাররা তাঁদের হুমকি দেয়, এই মহিলা তাদের কাছে টাকা ধার করেছিল। সেই টাকা আপনাদের শোধ করতে হবে। এপ্রিল মাস থেকে হ্যাকারদের চাপ আসতে শুরু করে বলে জানা যায়। ওই তরুণী অভিযোগ করেছেন, লালবাজারে অভিযোগ করে কোনও লাভ হয়নি। সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ করা হয়েছে। ওই তরুণীর স্বামীর কাছেও একাধিক ফোন আসে প্রতারকদের। 

ওই মহিলা অভিযোগ করেছেন, তাঁরা ঘর থেকে বাইরে বের হতে পারছেন না। দরজা জানলা বন্ধ করে নিজেদের ঘর বন্দি করে রেখেছি। এভাবে চলতে থাকলে আমাদের আত্মহত্যা ছাড়া কোনও উপায় থাকবে না। মহিলা জানিয়েছেন, বেশিরভাগ প্রতিবেশীর কাছে ওই নোংরা ছবি গিয়েছে। এমনকী এক প্রতিবেশীকে হুমকি দেওয়া হয়েছে, মেয়েকে অপহরণ করা হবে বলেও।  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =