কলকাতা: গড়ফায় যুবতী খুনের ঘটনায় গ্রেফতার করা হল প্রেমিককে। পুলিশ সূত্রের খবর, যুবতীর সঙ্গে ১০ বছরের সম্পর্ক ছিল। সাত দিন পরেই তাঁদের রেজেস্ট্রি হওয়ার কথা ছিল। কিন্তু সম্পর্কে জটিলতা আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। সেখান থেকেই গড়ফায় নিজের বাড়িতে প্রেমিকের হাতে খুন হতে হয় সুস্মিতা দাসকে।
তদন্তে জানা গিয়েছে, রবিবার যুবত সুস্মিতার বাড়িতে গিয়েছিলেন। সেখানে সম্পর্কের টানা পোড়েন থেকে অশান্তি শুরু হয়। বচসা থেকেই মুখে বালিশ চাপা দিয়ে অভিযুক্ত পঙ্কজ সুস্মিতাকে খুন করে। এরপর বাড়ি থেকে বেরিয়ে যান। আগামী ১৫ ডিসেম্বর পঙ্কজের সঙ্গে সুস্মিতার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু সুস্মিতা বিয়ে করতে অস্বীকার করছিলেন। পঙ্কজের সন্দেহ সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছিল। সেখান থেকেই অশান্তি। রাগের মাথায় সুস্মিতার মুখে বালিশ চাপা দিয়ে সুস্মিতাকে খুন করে বলে অভিযোগ।
জানা গিয়েছে, রবিবার দুপুর ১২টা নাগাদ গড়ফায় যুবতীর বাড়িতে আসেন পঙ্কজ। পঙ্কজ হাবড়ার বাসিন্দা। সারাদিন যুবতীর পরিবারের সঙ্গে সময় কাটান। দুপুরে একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। এরপর চারটে নাগাদ পঙ্কজ বেরিয়ে যায়। পরিবারের সদস্য যুবতীর ঘরে তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পান। মুখ দিয়ে তখন লালা বের হচ্ছিল। ঠোঁটের ওপর কালশিটে দাগ ছিল। পরিবারের সদস্যরা সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা যুবতীকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরেই পঙ্কজ দাসের বিরুদ্ধে যুবতীর পরিবার গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নামে গড়ফা থানার পুলিশ। রবিবার রাতে হাওড়া স্টেশন থেকে অভিযুক্ত পঙ্কজ দাসকে পুলিশ গ্রেফতার করে।