কলকাতা: ইউটিউবার রোদ্দুর রায় গ্রেফতার হয়েছেন, এমন খবর সোশ্যাল মিডিয়ার ছেয়ে গিয়েছে। লালবাজার সূত্রে এখনও প্রত্যক্ষভাবে কিছু জানা না গেলেও শোনা গিয়েছে, গোয়া থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। পরিচালক-অভিনেতা কৌশিক বা কিউ একটি ফেসবুক পোস্ট করেন এই নিয়ে। তিনি জানান যে, গোয়া থেকেই ইউটিউবারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।
আরও পড়ুন- ‘মরে গেলেও বাংলা ভাগ করতে দেব না’, উত্তরবঙ্গে দাঁড়িয়ে হুঙ্কার মমতার
সম্প্রতি রোদ্দুর রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক তৃণমূল নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে লাগাতার অশালীন মন্তব্য করার গুরুতর অভিযোগ ছিল রোদ্দুরের বিরুদ্ধে। মূলত মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমি পুরস্কার পাওয়ার পর মুুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন রোদ্দুর রায়। একই সঙ্গে তাঁর নিশানায় একে একে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, এমনকি রূপঙ্কর বাগচীও। তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর তোলপাড় হয়। তাঁকে গ্রেফতার করতে হবে এমন দাবি তোলে একাংশ। অবশেষে জানা গেল তিনি গ্রেফতার হয়েছেন।
আগেও রোদ্দুর রায়ের নামে থানায় অভিযোগ জানিয়েছেন দুই ব্যক্তি। তারা বলেছিলেন যে তারা তৃণমূল কর্মী। পাটুলি থানা ও লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়েছিল। যদিও আজ সকালেও ফেসবুকে ‘অ্যাকটিভ’ ছিলেন রোদ্দুর রায়। পোস্টও করেন কিছু।
