টিফিনের সময়ে মাঠে ছিল পড়ুয়ারা, বাজ পড়ে আহত ২৭, উত্তেজনা মুর্শিদাবাদে

কলকাতা: টিফিনের সময় স্কুলের মাঠে খেলা করছিল পড়ুয়ারা। সেই সময়ে আচমকাই বাজ পড়ে আহত হল হল ২৭ জন ছাত্রছাত্রী। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে…

baaz

কলকাতা: টিফিনের সময় স্কুলের মাঠে খেলা করছিল পড়ুয়ারা। সেই সময়ে আচমকাই বাজ পড়ে আহত হল হল ২৭ জন ছাত্রছাত্রী। বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ে বাজ পড়ে এই বিপত্তি ঘটে৷ আহতদের সতড়িঘড়ি ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

স্কুল সূত্রে খবর, হঠাৎ করেই আকাশ কালো হয়ে এসেছিল৷ আচমকাই বাজ পড়তে শুরু করে। তার জেরেই আহত হন ২৭ জন পড়ুয়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *