বিধায়কদের চিৎকারে কাক-চিলও বসতে ভয় পায়! গলার জোর মাপতে বিধানসভায় এল যন্ত্র বসানোর প্রস্তাব

কলকাতা: বিধানসভায় চিল  চিৎকার৷ এক এক সময় একাংশের চেঁচামেচিতে নাকি কাকা-চিলও বসতে ভয় পায়! বিধানসভার অন্দরে কান পাতলে এমন এক রসিকতা শুনতে পাওয়া যায়৷! এবার…

b kak

কলকাতা: বিধানসভায় চিল  চিৎকার৷ এক এক সময় একাংশের চেঁচামেচিতে নাকি কাকা-চিলও বসতে ভয় পায়! বিধানসভার অন্দরে কান পাতলে এমন এক রসিকতা শুনতে পাওয়া যায়৷! এবার সেই রসিকতাকেই সিরিয়াসলি নিলেন পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানি৷ বিধায়কের চিল চিৎকার বন্ধ করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় কণ্ঠস্বর মাপার যন্ত্র বসানোর প্রস্তাব দিলেন তিনি!

শুক্রবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই প্রস্তাব নিয়েও হাজির হয়েছেন তিনি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবেশ মন্ত্রী বলেন, “বিধায়কদের একাংশ যেভাবে বিধানসভার অধিবেশন চলার সময় কারণে-অকারণে চিৎকার চেঁচামেচি করেন, তাতে বিধানসভার পরিবেশই নষ্ট হয় না, কোনও কিছু আলোচনা করার উপায়ও থাকে না৷ তাই বিধানসভার স্পিকারের কাছে কণ্ঠস্বর মাপার যন্ত্র বসানোর প্রস্তাব দিয়েছি।” এই প্রস্তাব নাকি স্পিকারের মনে ধরেছে৷ ফলে আগামী দিনে কোন বিধায়ক কতটা চিৎকার করেন, তা বলে দেবে যন্ত্র৷