মঙ্গলবার এজলাসে বসছেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়, নির্ধারিত মামলা সরল অন্য এজলাসে

মঙ্গলবার এজলাসে বসছেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়, নির্ধারিত মামলা সরল অন্য এজলাসে

Justice

কলকাতা: আজ, অর্থাৎ মঙ্গলবার নিজের এজলাসে বসছেন না কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মর্মে উচ্চ আদালতের তরফে একটি লিখিত নোটিস জারি করা হয়েছে৷ ওই নোটিসে আরও বলা হয়েছে যে, বিচারপতি গঙ্গোপাধ্যায় মঙ্গলবার যে মামলাগুলি শুনতেন, সেই সকল মামলার শুনানি হবে হাই কোর্টের অন্য বিচারপতির এজলাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 3 =