কেশপুর: আর কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। আগামী কিছু সপ্তাহের মধ্যে হয়তো তা নিয়ে ঘোষণাও হবে। তার আগে সংগঠন মজবুত করার কাজে চরম প্রস্তুতি নিয়ে নিয়েছে রাজনৈতিক দলগুলি। একাধিক জায়গায় জনসভা শুরু করে দিয়েছে শাসক, বিরোধী সকলেই। এদিন কেশপুরের আনন্দপুর উচ্চ-বিদ্যালয়ের মাঠে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই সভার ভিড় দেখে তিনি আপ্লুত। জানিয়েছেন, তাঁর জীবনের শ্রেষ্ঠ জনসভা এটি।
আরও পড়ুন- ব্যাগ চেক করতেই উদ্ধার ৪ রাউন্ড কার্তুজ! বিমানবন্দরে আতঙ্ক
এদিন মঞ্চে উঠেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিগত কয়েক দিনে অনেকেই বলেছে যে পশ্চিম মেদিনীপুরে নাকি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কেশপুর নাকি এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য জেরবার। কিন্তু আজ যে সংখ্যায় মানুষ এই জনসভায় এসেছে তা সেই সব দাবির বিরুদ্ধে উত্তর। অভিষেক বলেন, এটাই বিরোধীদের উপযুক্ত জবাব। আজকের তৃণমূলের এই জনসভায় মানুষের উপস্থিতি দেখে তাঁর মন্তব্য, মাঠায় কানায় কানায় পূর্ণ। জেলাবাসীর কাছে তিনি কৃতজ্ঞ। তারা প্রমাণ করেছেন যে, এই জেলা তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি।
*{padding:0;margin:0;overflow:hidden}html,body{height:100%}img,span{position:absolute;width:100%;top:0;bottom:0;margin:auto}span{height:1.5em;text-align:center;font:48px/1.5 sans-serif;color:white;text-shadow:0 0 0.5em black} .youtube_play{border-radius: 60% / 20%; color: #FFFFFF; font-size: 1em; margin: 20px auto; padding: 0; position: relative; text-align: center; text-indent: 0.1em; transition: all 150ms ease-out; width: 70px; height: 47px;}.youtube_play:before{background: red; border-radius: 15% / 50%; bottom: 0%; content: “”; left: 0px; position: absolute; right: 0px; top: 0%;}.youtube_play:after{border-style: solid; border-width: 1em 0 1em 1.732em; border-color: transparent transparent transparent rgba(255, 255, 255, 0.75); content: “”; font-size: 12px; height: 0; margin: -1em 0 0 -1em; top: 50%; position: absolute; width: 0;}
” style=”border: 0px; overflow: hidden””>
এদিনের সভা থেকে তিনি আসন্ন পঞ্চায়েত ভোট নিয়েও ইঙ্গিত দিয়ে দিয়েছেন। অভিষেক জানান, এখনও প্রায় ৩ মাস বাকি আছে নির্বাচনের। এতএব ফেব্রুয়ারি মাস যদি ধরা হয়, তাহলে ভোট হওয়ার সম্ভাবনা আগামী এপ্রিল মাসেই। সেই প্রেক্ষিতে দলের একাংশকে কড়া বার্তাও দিয়েছেন তিনি। বলেছেন, তিনি শোধরানোর সময় দিচ্ছেন। যদি কেউ না শোধরায় তাহলে ওষুধ প্রয়োগ হবে, তখন আর কিছু করার থাকবে না।