কলকাতা: সাগরদিঘি উপনির্বাচনের ফল একটা বড় ঝটকা দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তাই আসন্ন পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় সংগঠনের আরও বেশি করে জোর দিতে মাঠে নামছেন ঘাসফুল নেতারা। সম্প্রতি জানাই গিয়েছে যে, খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মাসে অন্তত তিনবার জেলাভিত্তিক বৈঠক করবেন। এবার জেলা সফর শুরু করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী মাস থেকেই শুরু হবে তাঁর জেলা সফর।
আরও পড়ুন- কোথায় কেষ্ট-কন্যা? বোলপুর ছেড়েছেন, পৌঁছলেন না দিল্লি, ইমেল পাঠিয়ে অন্তরালে সুকন্যা
দলীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে একাধিক জেলায় সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে তাঁর সফররত জেলা তালিকায় নাম রয়েছে বাঁকুড়া, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, বর্ধমান। আগামী ৮ এপ্রিল থেকে তিনি তাঁর এই জেলা সফর শুরু করতে পারেন। এখনও পর্যন্ত যা খবর মিলছে তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে আলিপুরদুয়ারে যাবেন। এপ্রিলের চতুর্থ সপ্তাহ পর্যন্ত আপাতত তাঁর সফরসূচি ঠিক হয়েছে। বিশ্লেষকদের ধারণা, এর থেকে বোঝা যাচ্ছে যে, অনুমান মতো মে মাসেই পঞ্চায়েত ভোট হবে। তার আগে কোনও ভাবেই হওয়া সম্ভব নয়। উল্লেখ্য, মার্চ মাসেও দুটি কর্মসূচি আছে তৃণমূল নেতার। ২৭ মার্চ তিনি নিজের সাংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে যাবেন, ২৯ মার্চ ধর্মতলায় আছে তৃণমূল ছাত্র-যুব সমাবেশ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”শিক্ষকদের কাছে ক্ষমা চাইলেন অভিভাবকরা! Parents apologise to teacher in Bankura school” width=”835″>
প্রসঙ্গত, গত শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতেই দলীয় বৈঠক করেন। সংগঠন আরও বেশি মজবুত করতে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মাসে অন্তত তিনদিন দলীয় নেতাদের সঙ্গে জেলাভিত্তিক বৈঠক করার পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত মণ্ডলের ‘গড়’ বীরভূমের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেওয়ার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।