ভবানীপুরের প্রচার ময়দানে নামছেন ‘যুবরাজ’, যাবেন আরও দুই কেন্দ্রেও

ভবানীপুরের প্রচার ময়দানে নামছেন ‘যুবরাজ’, যাবেন আরও দুই কেন্দ্রেও

কলকাতা: বিধানসভা নির্বাচনে তিনি নিজের কেরামতি দেখিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেস ঝড় তুলেছিল। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু তৃণমূল সাংসদ নন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সম্প্রতি ত্রিপুরায় তাঁর নেতৃত্ব দল একাধিক কর্মসূচি করেছে। এবার তিনিই ভবানীপুরের প্রচার ময়দানে নামতে চলেছেন বলে দলীয় সূত্রে খবর। আগামী ১৮ তারিখ ভবানীপুর থেকেই নির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন তিনি। সেখানে প্রার্থী দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আরও জানা গিয়েছে যে, অভিষেক যেতে পারে অন্য ওই নির্বাচনী কেন্দ্রেও। 

আরও পড়ুন- বিজেপি নেতাদের নরকের কীটের সঙ্গে তুলনা করলেন কুণাল

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন, তাই প্রচার চলছে জোর কদমে। তৃণমূল এবং বিজেপি এখন থেকেই কড়া টক্কর নিচ্ছে একে অপরের সঙ্গে। পিছিয়ে নিয়ে সিপিএমও। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন বিজেপি শিবির। নির্বাচন কমিশন পর্যন্ত গিয়েছে তাঁরা। ওদিকে, হাল ছাড়ছে না তৃণমূল শিবিরও। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টেবরিওয়ালের বিরুদ্ধে তারাও গিয়েছিল কমিশনে। তাঁদের অভিযোগের প্রেক্ষিতে প্রিয়াঙ্কাকে নোটিশও দিয়েছে কমিশন। সব মিলিয়ে ভবানীপুর একেবারে উত্তেজনায় ভরপুর। এরই মধ্যে আবার প্রচার শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বোঝাই যাচ্ছে, যে সেখানের নির্বাচনী পারদ আরও কতটা তুঙ্গে উঠবে। দলীয় সূত্রে খবর, আগামী ১৮ সেপ্টেম্বর নির্বাচনী প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের পাশাপাশি বাকি দুই কেন্দ্রেও যাবেন তিনি। ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই প্রচার শুরু করবেন তিনি।

আরও পড়ুন- রাত বাড়লেই আতঙ্ক গ্রাস করে জগৎবল্লভপুরে! ক্ষোভ পুলিশের ভূমিকায়!

এদিকে আজ আবার ভবানীপুরে প্রচারের মাঝেই মেজাজ হারালেন বিজেপি প্রার্থী৷ পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি৷ অভিযোগ, ইচ্ছা করে তাঁর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ চাপানো হচ্ছে৷ প্রিয়াঙ্কার অভিযোগ, তাঁর সঙ্গে প্রচারে ঘুরেছে সাদা পোশাকের পুলিশ৷ কেন সাদা পোশাকের পুলিশ ঘুরবে, তা বিষয়ে প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কা৷ পাল্টা কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, প্রচারের আসার জন্যই উনি এসব করছেন৷ আমার সঙ্গেও পুলিশ রয়েছে৷ পুলিশ তো থাকবেই৷ তাতে ভিড় দেখানোর কী আছে৷ সাদা পোশাকে ওঁর ভিড় বাড়াতে যাবে কেন? যাঁর বাজারে একা ভ্যালু নেই, সে ভিড় করাতে চায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 11 =