‘সিপিএমের সঙ্গে গোপন আঁতাত করেছেন অধীর’, তীব্র আক্রমণ অভিষেকের

কংগ্রেস হারাছে, আর তৃণমূল কংগ্রেস বিজেপি’কে হারাচ্ছে

সামশেরগঞ্জ:  বিধানসভা ভোটের পর তৃণমূলের পাখির চোখ ২০২৪৷ এখন থেকেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে ঘাসফুল শিবির৷ দিল্লি গিয়ে সোনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিকে বাংলায় আর ক’দিন বাদেই উপনির্বাচন৷ ভোট হবে বাকি থাকা দুই কেন্দ্র সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে৷ সেখানে তৃণমূলের অন্যতম ‘শত্রু’ কংগ্রেস৷ বৃহস্পতিবার মুর্শিদাবাদে দাঁড়িয়ে কংগ্রেসকে তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিঁধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে৷ 

আরও পড়ুন- কংগ্রেস ছেড়ে তৃণমূলে অধীর চৌধুরী? দিলীপ মন্তব্যে ভাঙনের ইঙ্গিত

এদিনের সভায় দাঁড়িয়ে অভিষেক বলেন, বিধানসভা ভোটে এখানকার মানুষ অনেক কিছু করেছেন৷ এবার আর দুটো আসন দিয়ে ষোলকলা পূর্ণ করতে হবে৷ ভাঙা পা নিয়ে ২১৩টা আসন জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পরেই তোপ দেগে অভিষেক বলেন, কংগ্রেস বলে তাঁরা নাকি বিজেপি’র সঙ্গে লড়ছে৷ কংগ্রেসের নেতাদের কি মাটিতে দেখা যায়? বহরমপুরের সাংসদকে মাটিতে পেয়েছেন? সিপিএমের সঙ্গে গোপন আঁতাত করেছেন অধীর চৌধুরী৷ অভিষেকের কথায়, কোভিড পরিস্থিতিতেও নিজেদের জীবন বিপন্ন করে মানুষের জন্য কাজ করেছে তৃণমূল নেতারা৷ এটাই কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পার্থক্য৷ কংগ্রেস হয়তো বিজেপি’র বিরুদ্ধে লড়াই করছে৷ তৃণমূলও করছে৷ কিন্তু পার্থক্যটা হল কংগ্রেস বিজেপি’র কাছে হারছে আর তৃণমূল হারাচ্ছে৷ 

তৃণমূল সাংসদ আরও বলেন, বলেছিলাম নির্বাচনের পর খেলা শুরু হবে৷ যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, সেখানে যাব এবং জিতে বেরব৷  ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসই জিতবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =