মিশন ’২৪ এর লক্ষ্যে ‘খেলা শুরু’, মমতার আগেই দিল্লিতে এবার অভিষেক

মিশন ’২৪ এর লক্ষ্যে ‘খেলা শুরু’, মমতার আগেই দিল্লিতে এবার অভিষেক

কলকাতা:  আগামী ২৫ জুলাই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার নবান্নের বৈঠক থেকে নিজেও সে কথা জানিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, জেতার পর একবারও দিল্লি যাইনি৷ তাই যাচ্ছি৷ সেখানে অন্যান্য নেতাদের সঙ্গেও দেখা হবে৷ কিন্তু তাঁর এই সফর যে শুধু সৌজন্য সাক্ষাতের মধ্যেই সীমিত থাকবে না, তাঁর ইঙ্গিত মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার খবরে৷ 

আরও পড়ুন- ভুয়ো সিবিআই অফিসারকে নিয়ে তল্লাশি নিউটাউনের ফ্ল্যাটে

জানা গিয়েছে মমতার দিল্লি পৌঁছনোর আগেই সেখানে পৌঁছে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর যে শুধু সৌজন্যমূলক নয় তা স্পষ্ট৷ এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ ২০২৪-এর লোকসভা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি৷ বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে একের পর এক বৈঠক সেরেছেন প্রশান্ত কিশোর৷ দিল্লির বুকে আগে থেকেই পিচ তৈরি রেখেছেন তিনি৷ সেই পিচেই ব্যাটিংয়ে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

এদিকে কলকাতায় ২১ জুলাই পালন করেই দিল্লি রওনা হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ২২ তারিখ দিল্লি পৌঁছবেন তিনি৷ দলনেত্রীর নির্দেশে তাঁর দিল্লি পৌঁছনোর আগেই রাজনীতির ময়দান ঘুঁটি সাজাবেন দলের সাধারণ সম্পাদক৷ দিল্লি গিয়ে সেটাই পরখ করে দেখবেন তৃণমূল সুপ্রিমো৷ তৃতীয়বারের জন্য বাংলায় বিপুল ভোটে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস৷ এই কৃতিত্ব শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের একার নয়৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন এর অন্যতম কুশীলব৷ সেই সঙ্গে পিছন থেকে খেলে গিয়েছেন প্রশান্ত কিশোর৷ এবার দিল্লি গিয়ে ২০২৪-এর সলতে পাকাবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- সৈকত থেকে বালি চুরির অভিযোগে রণক্ষেত্র মন্দারমণি

উল্লেখ্য, দলের সাধারণ সম্পাদক পদে বসের পর এই প্রথম দিল্লি যাচ্ছেন অভিষেকও৷ সেখানে পৌঁছে একাধিক নেতার সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর৷ সেই সঙ্গে চলবে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ৷ আপাতত কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তাঁদের অস্ত্র পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − four =