জরুরি বৈঠকের আগেই কালীঘাটে মুখোমুখি মমতা-অভিষেক, একান্ত আলাপচারিতা দু’জনের

জরুরি বৈঠকের আগেই কালীঘাটে মুখোমুখি মমতা-অভিষেক, একান্ত আলাপচারিতা দু’জনের

কলকাতা: শনিবার বিকেল পাঁচটা৷ দলীয় নেতৃত্বের সঙ্গে বঠকে বসবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার ঠিক আগে মুখোমুখি হলেন মমতা-অভিষেক৷ প্রসঙ্গত, আইপ্যাকের সঙ্গে সংঘাত থেকে শুরু করে ‘এক ব্যক্তি এক পদ’ নীতি, সাম্প্রতিক একাধিক ইস্যু  নিয়ে অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে দল৷ সেই আবহেই দলনেত্রীর সঙ্গে কি দূরত্ব বাড়ছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের?  এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে৷  দলে অন্তর্দ্বন্দ্বের সেই আবহেই আজ শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তার ঠিক আগে মুখোমুখি বৈঠকে অভিষেক- মমতা। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ 

আরও পড়ুন- পুলিশের সঙ্গে ‘বহিরাগতদের’ ধস্তাধস্তি! কমিশনে গেল কংগ্রেস

আজ বিকেল পাঁচটায় কালীঘাটে জরুরি বৈঠকে বসবে তৃণমূল নেতৃত্ব। দলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বৈঠকে। আর তার আগেই  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতার একান্ত বৈঠক নিয়ে চর্চা শুরু হয়েছে৷  মত পার্থক্য পুরোপুরি মিটে গিয়েছে কিনা, তা স্পষ্ট না হলেও কিছু সমাধান সূত্র বেরিয়ে এসেছে বলেই মনে করছে শাসক দলের নেতারা।

সংঘাতের সূত্রপাত হয়েছিল ‘ডায়মন্ড হারবার মডেল’ ও কোভিড আবহে পুরভোট নিয়ে অভিষেকের ‘ব্যক্তিগত মত’ প্রকাশ নিয়ে। গত কয়েকদিনে সেই ফাটল আরও প্রশস্থ হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের বার্তা আসার পরেও যুব নেতাদের দাবি, নেত্রী বললে তবেই মেনে নেবেন তাঁরা। ইতিমধ্যেই ‘এক ব্যক্তি, এক পদ’ নীতির সমর্থনে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন শুরু করেছে দলের একাংশ। প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তির মাঝেই আইপ্যাকের সঙ্গে তৃণমূলের চুক্তির ভবিষ্যৎ নিয়ে  প্রশ্নও উঠেছে। এই অস্থির পরিস্থিতি সামাল দিতেই ময়দানে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো৷ আজকের বৈঠক থেকে সমাধান সূত্র বেরিয়ে আসবে বলেই আশা করা হচ্ছে৷ এই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷

এদিকে, সম্প্রতি  দলের কাজ চালানোর জন্য একটি কমিটি তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য। দলের কার্যনির্বাহী কমিটি তৈরি হওয়ার আগে এই অস্থায়ী কমিটি তৈরি করা হয়েছে। সূত্রের খবর, সেই কমিটির সদস্যরাই ১২ তারিখ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকে বসবেন। তবে বৈঠকের আগেই দলনেত্রীর সঙ্গে একপ্রস্থ কথা হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =