জল্পনার মাঝেই আজ ‘সংহতি মিছিলে’ মমতার পাশে অভিষেক, হাজরা থেকে হাঁটবেন ‘সেনাপতি’

জল্পনার মাঝেই আজ ‘সংহতি মিছিলে’ মমতার পাশে অভিষেক, হাজরা থেকে হাঁটবেন ‘সেনাপতি’

f96623161c42f963d5e356db01c07736

কলকাতা: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আমন্ত্রিত হিসাবে তারকারা তো বটেই উপস্থিত ছিলেন বিজেপির প্রথম সারির নেতারা৷ আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধী ইন্ডিয়া জোটের অনেক নেতাকেও৷ তবে বিরোধীরা সেই অনুষ্ঠান এড়িয়ে যান৷ এদিকে আজ হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত তৃণমূলের ‘সংহতি যাত্রা’য় হাঁটতে চলেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, এদিন কি দেখা যাবে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে? 

 সোমবার দুপুর ২ টোয় হাজরা থেকে মিছিল শুরু করবেন মমতা৷ শাসক শিবির সূত্রে খবর, আজকের মিছিলে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও সংহতি মিছিলের পোস্টারে অভিষেকের ছবি দেখা যায়নি৷ কিছুদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের একটি সমাবেশেও পোস্টার জুড়ে শুধুই ছিলেন মমতা৷ সেদিনের সমাবেশের তত্ত্বাবধানে ছিলেন মমতার পুরনো সঙ্গী সুব্রত বক্সী৷ পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক বৈঠকেও কিছুটা নিষ্প্রভই ছিলেন ‘সেনাপতি’৷ তবে  বরফ গলেছে বলেই খবর৷ আজ পাশাপাশি হাঁটবেন মমতা-অভিষেক৷ মিছিলে অভিষেকের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *