কলকাতাগামী দিঘার বাস দুর্ঘটনার কবলে, আহত ২৭

কলকাতাগামী দিঘার বাস দুর্ঘটনার কবলে, আহত ২৭

কলকাতা: ছুটির দিন রবিবারের সকালে ভয়ানক দুর্ঘটনা ঘটে গেল মেচেদায়। দিঘা থেকে কলকাতা আসা একটি বাস পড়ল দুর্ঘটনার কবলে। ঘটনাটি ঘটেছে ১১৬ জাতীয় সড়কে রামতারক এলাকায় এবং জানা গিয়েছে ২৭ জন গুরুতর আহত হয়েছেন। যদিও স্বস্তির খবর, এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর সামনে আসেনি। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- পর্ষদের শোকজ চিঠি গেল মৃত শিক্ষকের কাছে! ধর্মঘটের দিন নাকি স্কুলে অনুপস্থিত

স্থানীয় সূত্রে খবর মিলেছে, দিঘা থেকে কলকাতার উদ্দেশ্যে আসা ওই যাত্রীবাহী বাস একটি তেল বোঝাই ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনার জেরে দিঘা-মেচেদা সড়কে ব্যাপক যানজট হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, দিঘা থেকে আসা ওই বাসটি আচমকা প্রচণ্ড গতিতে ব্রেক কষে। আর ঠিক তার পিছনে থাকা তেলের ট্যাঙ্কারটি বাসে ধাক্কা মারে। এমনিতেই ওই এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। তাই প্রশাসনের আরও বেশি নজর দেওয়া উচিত বলে দাবি করা হয়েছে।