কলকাতা: তাপসী মালিককে ধর্ষণ করে পুড়িয়ে মারার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন। পরে ২ মাস ১৯ দিন সিবিআই হেফাজতেও ছিলেন তিনি। ৭৮ বছরে প্রয়াত হলেন সেই সিপিএম নেতা সুহৃদ দত্ত। বৃহস্পতিবার সকালে সিঙ্গুর ১ নম্বর পঞ্চায়েত এলাকায় অপূর্বপুরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গিয়েছে, শেষ কিছু বছর ধরেই ভীষণ অসুস্থ ছিলেন এই নেতা।
২০০৬ সালের ডিসেম্বরে সিঙ্গুরে এক এলাকার চাষের জমি থেকে উদ্ধার হয়েছিল তাপসী মালিকের দেহ। সেই ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল গোটা রাজ্য। সিপিএম এই নেতা এবং আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে তাকে হত্যা করার অভিযোগ ওঠে। সুহৃদের সঙ্গে ওই মামলায় গ্রেফতার হয়েছিলেন আরও এক সিপিএম কর্মীও। যদিও দলের তরফে দাবি করা হয় যে, তাদের ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। এমনকি সুহৃদের হয়ে মামলা লড়ার জন্য ‘সিঙ্গুর ষড়যন্ত্র মামলা’ নামে তহবিল সংগ্রহ করেছিল সিপিএম। কারণ সে সময়ে কার্যত চাপে পড়েই মামলার তদন্ত সিবিআইকে দিয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সরকার।
সিবিআই তদন্ত চলাকালীন একবার লাই ডিটেক্টরের সামনে বসানো হয়েছিল এই সিপিএম নেতাকে। তাঁর অবশ্য দাবি ছিল, অনুমতি না নিয়েই লাই ডিটেক্টরের সামনে বসানোর সময়ে পায়ে, হাতে রাসায়নিক লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই থেকেই তাঁর পায়ে দগদগে ঘা হয়ে যায়।