একুশে শূন্য হাত! হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া বহরমপুরের ‘রবিন হুড’ অধীর

একুশে শূন্য হাত! হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া বহরমপুরের ‘রবিন হুড’ অধীর

মুর্শিদাবাদ: একুশের বিধানসভা ভোটে কংগ্রেস হাত ছিল সম্পূর্ণ খালি৷ কংগ্রেস গড় মুর্শিদাবাদেও তারা শূন্য৷ এই অবস্থায় সংগঠনকে চাঙ্গা করতে ফের ময়দানে নামছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷ মুর্শিদাবাদের হারানো জমি ফিরে পেতে মরিয়া বহরমপুরের রবিনহুড৷ 

আরও পড়ুন- লক্ষ্য ’২৪, ‘সবুজ সেনার সেনাপতি’, ‘যুবরাজ’ অভিষেককে সামনে রেখে নয়া গান তৃণমূলের

অনকের কাছেই ‘রাজনীতির রবিন হুড’ নামে পরিচিত অধীর চৌধুরী৷ কিন্তু একুশের ভোটে মুর্শিদাবাদে সেই ‘অধীর মিথ’ই ভেঙে চুরমার৷ অধীর গড় বহরমপুরেও তৃণমূলের দাপট৷ সামসেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে দুই প্রার্থীর মৃত্যুর জেরে জেলায় ২০টি আসনে ভোট হয়৷ এর মধ্যে ১৮ টি আসনই যায় তৃণমূলের ঝুলিতে৷ বিজেপি পায় ২টি আসন৷ একুশের নির্বাচনে কংগ্রেসকে শুধু খালি হতেই ফিরতে হয়নি৷ ভরাডুবি হয়েছে অধীর চৌধুরীর শক্ত ঘাঁটিগুলিতেও৷ সেই হারানো জমিই পুনরুদ্ধারে নেমেছেন অধীর চৌধুরী৷ কখনও রাস্তায় নেমে মাস্ক বিলি৷ কখনও আবার রোগীর আত্মীয়দের খাবার পরিবেশন৷   

বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা আসনের মধ্যে ৬টি জয়ী তৃণমূল৷ ১টি আসন গিয়েছে বিজেপি’র ঝুলিতে৷ ২০১৯-এ লোকসভা ভোটে বহরমপুরের ৭টি আসনের মধ্যে ৪টিতে পিছিয়ে ছিল কংগ্রেস৷ তবে কান্দি, বহরমপুর ও বড়ঞায় অনেকটাই এগিয়ে ছিল হাত শিবির৷ সেই কান্দি এবং বড়ঞাও গিয়েছে তৃণমূল শিবিরে৷ বহরমপুরে জয়ী হয়েছে বিজেপি৷ এই অবস্থায় প্রশ্ন উঠেছে হারানো জমি কি পুরুদ্ধার করতে পারবেন অধীর? সেই প্রশ্নের জবাব মিলছে অধীরের কর্মকাণ্ডে৷ রাস্তায় নেমে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি৷ 

আরও পড়ুন- বঞ্চনার অভিযোগ তুলেও বঙ্গ ভঙ্গের দাবি খারিজ শুভেন্দুর, কড়া বার্তা বার্লা-সৌমিত্রকে

২২ জুন বহরমপুর মেডিক্যাল কলেজে রোগীর আত্মীয়দের খাবার পরিবেশ করেন অধীর চৌধুরী৷ ২৫ জুন নওদায় গ্রামীণ রাস্তা পরিদর্শনে যান তিনি৷ প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে রাস্তা তৈরির আগে সেখানে উপস্থিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ এর পর পথে নেমে বিলি করলেন স্যানিটাইজার৷ নিজের হাতে পরালেন মাস্ক৷ করোনা নিয়ে শহরবাসীকে সতর্ক করলেন তিনি৷ অধীরবাবু বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমাদের ছেলেরা এই কাজ করছে৷ আমিও এবার এতে যোগ দিলাম৷ করোনা এখনও যায়নি৷ তৃতীয় ঢেউ আসছে৷ তাই মানুষকে সতর্ক করার কাজ করলাম৷’ ভবানীপুর কংগ্রেসের প্রার্থী না দেওয়া থেকে অধীরের এই সক্রিয়তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷     
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =