‘প্রশান্ত কিশোর আমাদের ভাগ্যবিধাতা নয়’, দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠক প্রসঙ্গে অধীর

‘প্রশান্ত কিশোর আমাদের ভাগ্যবিধাতা নয়’, দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠক প্রসঙ্গে অধীর

 

কলকাতা:  নজরে ২০২৪৷ লোকসভা ভোটকে পাখির চোখ করে দিল্লি দখলের নীল নকশা তৈরি করতে শুরু করেছে বিরোধী দলগুলি৷ আজ বিকেলে এনসিপি প্রধান শরদ পাওয়ারের দিল্লির বাসভবনে বৈঠকে বসছে বিজেপি বিরোধী ১৫টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা৷ তবে আমন্ত্রণ পেলেও ওই বৈঠকে যায়নি কংগ্রেস৷ এ প্রসঙ্গে অধীন রঞ্জন চৌধুরীর সাফ কথা, ‘‘দিল্লিতে প্রশান্ত কিশোরের বৈঠক আমাদের দলের বৈঠক নয়৷ তিনি কাকে ডাকছেন সেটা তাঁর ব্যাপার৷ প্রশান্ত কিশোর তো আমাদের ভাগ্য বিধাতা নয়৷ প্রশান্ত কিশোর যাঁদের ভাগ্যবিধাতা তাঁরা আলোচনা করবে৷’’

আরও পড়ুন- প্রতিশোধমূলক আচরণ, অফিসারদের বিচলিত করার চক্রান্ত, আলাপন ইস্যুতে তোপ সৌগতর

জাতীয় স্তরে কংগ্রেস ও বিজেপি ছাড়া বাকি রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা শুরু করেছে ভোটকৌশলী প্রশান্ত কিশোর৷ এই বৈঠককে লোকসভা ভোটের আগে পৃথক ফ্রন্ট গঠনের জল্পনা মাথাচাড়া দিয়েছে৷ এই ফ্রন্ট প্রসঙ্গে বিজেপি’র রাজ্য সভাপতির দাবি, এমন অনেক ফ্রন্ট দেখা গিয়েছে৷ শেষ পর্যন্ত মোদীর ফ্রন্টই থাকবে৷ তিনি আরও বলেন, ‘‘এই ফ্রন্ট গঠনের নাটক অনেক দিন থেকেই দেখছি৷ মোদীর ফ্রন্টই একমাত্র থাকবে৷ তার সামনে কেউ নেই৷ মানুষকে ওরা ধোঁকা দিয়েছে, মানুষ ওঁদের প্রত্যাখ্যান করেছে৷ এই দলগুলি বেশিরভাগই আঞ্চলিক দল৷ কংগ্রেস আর সিপিএমও এখন আঞ্চলিক দল হয়ে যাচ্ছে৷’’ 

আরও  পড়ুন- দেশে ফিরতে চান বিনয় মিশ্র! আর্জি, গ্রেফতার করা যাবে না

পাল্টা চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘দিলীপবাবু কী বলছেন, তার উপর কিছু নির্ভর করে না৷ ওঁনার ফ্রন্ট থাকবে কিনা, সেটা আগে সামলান৷ মোদী ফ্রন্টকে মানুষ নাকোচ করে দিচ্ছে৷ বাংলা তার প্রমাণ৷’’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + seven =